Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌদ্দগ্রামে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫, আটক ৫

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুন, ২০১৮, ৩:০৭ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ সময় স্থানীয় আ’লীগ কার্যালয়সহ বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার ও বুধবার রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের দেবীপুর ও সোনাপুর গ্রামবাসীর মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের তৃতীয় দিন সোমবার রাতে সোনাপুর গ্রামের সিএনজি চালক আহসান উল্যাহ বাড়ি যাওয়ার পথে দেবীপুরের বখাটে কয়েকজন যুবক সিএনজি আটকে রাখে। এ সময় চালক আহসান উল্যাহ ও তার ভাগিনা রিপনকে মারধর করে। এ ঘটনা ছড়িয়ে পড়লে উভয় গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করে। গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ওই ঘটনা সমঝোতার চেষ্টা করলে নুর মোহাম্মদ, আবদুল মমিন, মোহাম্মদ উল্যাহ এবং আহসান উল্যাহর বাড়ি ভাংচুর-লুটপাট করে দেবীপুর গ্রামের যুবকরা। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এনিয়ে বুধবার বিকেলে ইউপি কার্যালয়ে উভয় পক্ষের শালিশ বৈঠক থাকলেও দুপুরেই দেবীপুরের যুবকরা সোনাপুর গ্রামে গিয়ে আরিফুর রহমান মুসা, শাহ পরান ও জাহিদকে মারধর করে। পরবর্তীতে দেবীপুর থেকে সোনাপুর যাওয়ার পথে আনোয়ার হোসেন ও এয়াকুব নামে আরও দুইজনকে মারধর করে। তাৎক্ষনিক উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা যায়। রাতে দেবীপুরের লোকজন মাইকে ঘোষণা দিয়ে সোনাপুর গ্রামে গিয়ে স্থানীয় আ’লীগ কার্যালয় ভাংচুর ও লুটপাট চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে ফরিদ, ইউনুছ, শামিম, ফারুক, রিপন, জাহাঙ্গীরসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়। চৌদ্দগ্রাম থানা পুলিশের পৃথক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৫ জনকে গ্রেফতার করে।
এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল জানান, যে ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। যারা এ ঘটনা ঘটিয়েছে-উভয় গ্রামের কাউকে ছাড় দেয়া হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ