মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : গরু জবাইয়ের গুজব ছড়ানোর পর ভারতের উত্তরপ্রদেশে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রাজধানী নয়াদিল্লি থেকে ৭০ কিলোমিটার দূরে উত্তর প্রদেশের হাপুর এলাকায় একদল উন্মত্ত জনতার আক্রমণে ৪৫ বছর বয়সী কাসিম মারা গেছেন বলে জানিয়েছে এনডিটিভি। হামলায় গুরুতর আহত ৬৫ বছর বয়সী সামায়ুদ্দিনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, সাইকেল আরোহী কাসিম ও সামায়ুদ্দিনের সঙ্গে কথা কাটাকাটির সূত্র ধরে গ্রামবাসীরা তাদের ওপর চড়াও হলে এ নির্মম ঘটনাটি ঘটে। হামলার সঙ্গে গরু চোরাচালানি গুজবের সংশ্লিষ্টতা ছিল বলে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন হতাহত ও আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা। কাসিম ও সামায়ুদ্দিনকে পিটুনি দেওয়ার পরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেলে পরিবারগুলোর দাবি আরও জোরালো হয়। মিনিটখানেক দীর্ঘ ওই ভিডিওতে ছিন্নভিন্ন পোশাকের কাসিমকে একটি মাঠের ওপর শুয়ে পড়তে দেখা গেছে। তীব্র ব্যথায় তার কাতরানোর সময় এক ব্যক্তিকে হামলাকারীদের সরে যেতে ও কাসিমকে সামান্য পানি দিতে বলতেও শোনা গেছে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।