Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৮০ যাত্রীসহ ইন্দোনেশিয়ায় ফেরিডুবি : উদ্ধার ১৮

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : ইন্দোনেশিয়ার সুমাত্রা প্রদেশের উত্তরাঞ্চলীয় টোবা হ্রদে নিমজ্জিত যাওয়া ফেরিটির নিখোঁজ যাত্রীদের সংখ্যা ১৮০ জন বলে জানিয়েছে দেশটির তল্লাশি ও উদ্ধার সংস্থা। এর আগে ওই ফেরিডুবির ঘটনায় অন্তত ১২৮ যাত্রী নিখোঁজ রয়েছেন বলে স্বজনদের অভিযোগের ভিত্তিতে জানিয়েছিলেন ওই সংস্থাটির শীর্ষ কর্মকর্তা। বুধবার সংস্থাটির আরেক কর্মকর্তা নিখোঁজ যাত্রীদের সংখ্যা বাড়ার এই খবর বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। প্রাচীন আগ্নেয়গিরির খাদে তৈরি হওয়া বিশাল ওই হ্রদটিতে দুই দিন আগে সোমবার সন্ধ্যায় ঝড়ো আবহাওয়ার মধ্যে ফেরিটি ডুবে যায়। এতে যে সংখ্যক যাত্রী নিখোঁজ রয়েছেন বলে এখন বলা হচ্ছে তা কাঠের তৈরি পর্যটকবাহী ওই ফেরিটির ধারণক্ষমতার তিনগুণ। যাদের মধ্যে অনেক শিশুও রয়েছে। মঙ্গলবার নিকটবর্তী মেদান শহরে সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তাদের এক বৈঠকের পর তল্লাশি ও উদ্ধার সংস্থার শীর্ষ কর্মকর্তা বুদিয়াওয়ান বলেন, “অনেক লোক তাদের স্বজন নিখোঁজ হওয়ার কথা জানিয়েছেন।” তিনি আরও জানিয়েছেন, সোমবার বিকেলে ফেরিটি ডুবে যাওয়ার পরপরই ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়, আর ওইদিন সন্ধ্যায় দুই জনের লাশ পাওয়া যায়। লেকের মধ্যবর্তী সামস্যার দ্বীপ থেকে রওনা হওয়া ফেরিটি ডুবে তাৎক্ষণিকভাবে একজনের মৃত্যু হয়েছে বলে এর আগে প্রকাশিত খবরে বলা হয়েছিল। বুধবার উদ্ধারকাজে ডুবুরিদের পাশাপাশি পানির নিচে কাজ করতে সক্ষম ড্রোনও নামানো হয়েছে। এ দিন সকালে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ফেরিটির নিখোঁজ যাত্রীদের কান্নারত উৎকণ্ঠিত স্বজনরা টোবা হ্রদের টিগারাস বন্দরের কাছে জড়ো হয়ে তাদের নিখোঁজ স্বজনদের খবরের জন্য অপেক্ষা করছেন। দেড় হাজার ফুট গভীর ওই হ্রদটির কোনো একটি অংশে ফেরিটি ডুবে আছে এবং তার মধ্যে অনেক নিখোঁজের খোঁজ পাওয়া যাবে বলে ধারণা কর্তৃপক্ষের। প্রায় ৭৫ হাজার বছর আগে বিশাল একটি আগ্নেয়গিরির ব্যাপক উদগীরণের পর ভূমিকম্পের মতো কোনো ঘটনার ফলে এক হাজার ১৪৫ বর্গকিলোমিটার আয়তনের বিশাল এই টোবা হ্রদটি তৈরি হয়েছিল। রয়টার্স, বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ