Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১২ লাখ রুপি কুচিকুচি করল ইঁদুর

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : ভারতের আসাম রাজ্যের তিনসুকিয়া জেলায় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার(এসবিআই) একটি এটিএম বুথের প্রায় ১২ লাখ ৩৮ হাজার রুপি কেটে কুচিকুচি করে ফেলেছে ইঁদুর। গত ২০ মে থেকে তিনসুকিয়া জেলার লাইপুলি এলাকার বুথটি বিকল হয়ে পড়েছিল। গত ১১ জুন এটি মেরামত করতে যায় কিছু মেরামতকর্মী। তারা ২ হাজার এবং ৫০০ রুপির কুচিকুচি করা নোটগুলো দেখে অবাক হন। ব্যাংকটির কর্মকর্তাদের মতে, গত ১৯ ‘এফআইএস: গেøাবাল বিজনেস সল্যুশন’ নামের গুয়াহাটির একটি আর্থিক প্রতিষ্ঠান বুথটিতে ২৯ লাখ রুপি জমা করে। তিনসুকিয়ার একজন সাংবাদিক নিশ্চিত করেন, এর পরের দিন থেকেই এই বুথটি বিকল হয়ে যায়। সোমবার ব্যাংকটির এক কর্মকর্তা জানান, আমরা ১৭ লাখ রুপি উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে প্রকৃতপক্ষে ঘটনাটি এমন কিনা সেই ব্যাপারে অনেকেই সন্দেহ পোষণ করেছেন। তাই ঘটনাটি তদন্ত করতে তিনসুকিয়া থানায় অভিযোগ করেছে সরকারি ঋণদাতা সংস্থাটি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ