Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুপি-রুবল ব্যবহারের কথা ভাবছে ভারত ও রাশিয়া

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : রাশিয়ার কাছ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার উপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় বিকল্প উপায়ের কথা ভাবছে ভারত ও রাশিয়া। মার্কিন ডলারের বদলে সরঞ্জাম কেনার জন্য রুপি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। যদিও এই লেনদেনের জন্য এখনও কোন ব্যাংকিং প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায়নি। মার্কিন নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার সাথে ভারতের অস্ত্র বাণিজ্য বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। অস্ত্র ও সরঞ্জামাদির জন্য দুই বিলিয়ন ডলার পরিশোধদের বিষয়টি ঝুলে আছে। এগুলোর মধ্যে জরুরি প্রকল্প ছাড়াও লিজ নেয়া পারমাণবিক অ্যাটাক সাবমেরিন আইএনএস চক্র মেরামতের বিষয় রয়েছে। সিনিয়র কর্মকর্তারা জানিয়েছেন বেশ কয়েক দফা আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে যে আন্তর্জাতিক মুদ্রার সমমানের রুপি বিনিময়ের মাধ্যমেই কেবল এই সমস্যার সমাধান হতে পারে। এ যাবত রাশিয়ার সাথে ভারত যেসব চুক্তি করেছে, সেগুলোতে মার্কিন ডলার ব্যবহার করা হয়েছে। কিন্থ মার্কিন নিষেধাজ্ঞার কারণে ডলারের ব্যবহার বন্ধ হয়ে গেছে। এপ্রিল থেকে বিভিন্ন চুক্তির অর্থ পরিশোধ বন্ধ রয়েছে। এক শীর্ষ কর্মকর্তা বলেছেন বেঞ্চমার্ক হিসেবে সিঙ্গাপুর ডলারের মতো কোন মুদ্রা ব্যবহার করা গেলে সরাসরি অর্থ পরিশোধ করা সম্ভব হবে। তবে, দুই দেশই এমন কোন ব্যাংক খুঁজছে যারা মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি নিয়ে এই অর্থ হস্তান্তর করে দেবে। সূত্র জানিয়েছে, ভারতের দিক থেকে প্রাথমিকভাবে বিজয়া ব্যাংক এবং ইন্ডিয়ান ব্যাংকের কথা ভাবা হচ্ছে। এসএএম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ