Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের গোয়েন্দা প্রধানের সঙ্গে আফগান কর্মকর্তাদের আলোচনা

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানে শান্তি ও সমঝোতা প্রক্রিয়া যৌথভাবে এগিয়ে নিতে আলোচনার জন্য মঙ্গলবার আফগানিস্তানের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন নিরাপত্তা প্রতিনিধি দল প্রতিবেশি পাকিস্তান সফর করেছে। আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হানিফ আতমারের নেতৃত্বে প্রতিনিধি দলটিতে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আফগান গোয়েন্দা সংস্থা- ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটির (এনডিএস) প্রধান। আফগান সূত্র ভিওএ-কে জানায়, আতমারের নেতৃত্বে প্রতিনিধি দল ইসলামাবাদে কয়েক ঘণ্টা অবস্থান করেন এবং তারা মূলত পাকিস্তানের গোয়েন্দা বিভাগ-ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধানের সঙ্গে আলোচনা করেন। তালেবানেদের সঙ্গে বিরোধ এবং ঈদকে ঘিরে দুই পক্ষের যুদ্ধবিরতির প্রেক্ষাপটে এই সফর অনুষ্ঠিত হয়। তালেবানরা যুদ্ধবিরতির মেয়াদ তিন দিনের বেশি বাড়াতে অস্বীকার করে। রোববার এর মেয়াদ শেষ হয়। তারা আবারো যুদ্ধ ক্ষেত্রে ফিরে গেছে। আফগান সরকার সপ্তাহব্যাপী যে যুদ্ধবিরতি ঘোষণা করে তা বুধবার শেষ হয়। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর ভিওএ-কে বলেন, দুই পক্ষ যে নতুন ‘আফগনিস্তান পাকিস্তান এ্যাকশন প্লান ফর পিস এন্ড সলিডারিটি’ (আপাপস) কাঠামোতে একমত হয়েছে তার আওতায় আফগান প্রতিনিধি দলের সফর অনুষ্ঠিত হয়েছে। তবে মঙ্গলবারের আলোচনা সম্পর্কে আর কিছু তিনি বলেননি। এসএএম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ