Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

শিগগিরই যুদ্ধে নিহত মার্কিন সেনাদের দেহাবশেষ হস্তান্তর

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : কোরীয় যুদ্ধের পর নিখোঁজ হওয়া মার্কিন ও তাদের মিত্র সেনাদের দেহাবশেষ ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত মার্কিন সেনারা এ প্রস্তুতি নিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছা জানিয়ে ওই কর্মকর্তারা জানান, দেহাবশেষ হস্তান্তর অনুষ্ঠানের দিন-ক্ষণ এখনও নির্দিষ্ট করা হয়নি। তবে তা শিগগিরই অনুষ্ঠিত হতে হবে। আনুষ্ঠানিক ঘোষণার আগে প্রস্তুতি নিয়ে কথা বলার অনুমতি না থাকায় ওই কর্মকর্তারা নাম প্রকাশ করেননি। ১২ জুন সিঙ্গাপুরে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন,তিনি ‘যুদ্ধ যুদ্ধ খেলা’ বন্ধ করবেন। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন,‘আমরা যেহেতু একটি সমন্বিত ও পূর্ণাঙ্গ চুক্তি নিয়ে আলোচনা করছি সেক্ষেত্রে আমি মনে করি যুদ্ধ যুদ্ধ খেলা অযথার্থ।’ মহড়া বন্ধের ঘোষণা দিলেও কোরীয় উপদ্বীপ থেকে এক্ষুণি সেনা প্রত্যাহারের কোনও সম্ভাবনা নেই বলেও জানান ট্রাম্প। উত্তর কোরীয় সরকারের সঙ্গে সম্পর্কের উষ্ণতাকে প্রতিফলিত করে মঙ্গলবার (১৯ জুন) পেন্টাগন জানায়, আগস্টে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে পূর্বনির্ধারিত সামরিক অভিযান স্থগিত করা হয়েছে। এর মধ্যেই নাম প্রকাশ না করে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর কোরিয়া থেকে কোরীয় যুদ্ধে নিহত সেনাদের দেহাবশেষ ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে। এপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ