মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বর্তমান বিশ্বে সেনাবাহিনীর চেয়ে সাধারণ মানুষের হাতে থাকা অস্ত্রের পরিমাণ কয়েকগুণ বেশি বলে জানিয়েছে সুইজারল্যান্ডের জেনেভা ভিত্তিক আগ্নেয়াস্ত্র ওয়াচডগ দ্য স্মল আর্মস সার্ভে। দ্য স্মল আর্মস সার্ভে এ সম্পর্কিত রিপোর্ট প্রকাশ করেছে। এটি একটি গেøাবাল রিসার্চ প্রোজেক্ট। দ্য স্মল আর্মস সার্ভের রিপোর্টে বলা হয়েছে, বর্তমান বিশ্বে ১০০ কোটি আগ্নেয়াস্ত্রর মধ্যে ৮৫ শতাংশ বন্দুক সাধারণ মানুষের হাতে। অর্থাৎ সাধারণ মানুষের হাতে বর্তমানে ৮৫ কোটি অস্ত্র রয়েছে। বাকি ১৫ শতাংশ আগ্নেয়াস্ত্র রয়েছে সেনা ও বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার হাতে। যা সাধারণ মানুষের হাতে থাকা অস্ত্রের মাত্র ২৫ শতাংশ। দ্য স্মল আর্মস সার্ভে বিশ্বের প্রায় ২৩০টি দেশে সমীক্ষা চালিয়ে এ চাঞ্চল্যকর রিপোর্ট সোমবার প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির গত বছরের রিপোর্ট অনুযায়ী এ বছর সাধারণ মানুষের হাতে থাকা অস্ত্রের পরিমাণ ৩২ শতাংশ বেড়েছে। বিশ্বব্যাপী সাধারণ মানুষের হাতে ৮৫ শতাংশ অস্ত্রের ৪০ শতাংশই যুক্তরাষ্ট্রের নাগরিক। বিশ্বের মাত্র ৪ শতাংশ লোক থাকে যে দেশে, সেই দেশের মানুষের হাতে বিশ্বের ৪০ শতাংশ বন্দুক রয়েছে! স্মল আর্মস সার্ভে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।