Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওবায়দুল কাদেরের নির্দেশেই পুলিশ বাড়ি ঘেরাও করে রেখেছিল -মওদুদ আহমদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জুন, ২০১৮, ৪:২৪ পিএম

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশেই বাড়ি পুলিশ ঘিরে রেখেছিল বলে অভিযোগ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন এটা শুধু আমার কথা নয়। এটা সমস্ত নোয়াখালী মানুষের কথা। আর এ কথা আমাকে, এসপি ও ওসি বলেছেন।

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

মওদুদ বলেন, যখনই এসপি ও ওসির সঙ্গে আমি কথা বলেছি, তারা আকার-ইঙ্গিতে আমাকে বলেছেন, মন্ত্রীর নির্দেশ আছে, আপনাকে বাড়ি থেকে বের হতে দেওয়া যাবে না। আর উনাকে (ওবায়দুল কাদের) জিজ্ঞাস করা হলে তিনি বলেন, এটা আমাদের (বিএনপির) দলের অন্তর্দ্বন্দ্বের কারণে হচ্ছে। কিন্তু আমাদের দলের মধ্যে কোনও বিভক্তি নাই। সুতরাং উনি মিথ্যা কথা বলেন, উনি মিথ্যুক। কারণ পুলিশ আমাকে বলেছে, মন্ত্রী সাহেব এসেছেন, আপনি এলাকা থেকে চলে যান। আমি বলেছি, আমার লাশ যাবে। কিন্তু আমি যাবো না।

তিনি বলেন, নোয়াখালী জেলার আওয়ামী লীগ নিশ্চিত হয়েছে যে, আগামী নির্বাচনে তাদের পরাজয় অবধারিত। এই কারণেই এ ধরণের আচারণ করছে। তাই আমরা বলতে পারি, আগামী নির্বাচন সুষ্ঠু হলে, নোয়াখালীতে আওয়ামী লীগ কোনও আসনে জয়লাভ করতে পারবে না।

নোয়াখালীতে ১৩ টি আসন রয়েছে উল্লেখ করে মওদুদ বলেন, ১৯৭৯ সাল থেকে কোন নির্বাচনে আমরা (বিএনপি) ১১ টি আসন পেয়েছি। আবার কোনো বার ১৩টি আসন পেয়েছি। সুতরাং বলতে পারেন, নোয়াখালী বিএনপির একটি ঘাঁটি। তাই আমরা যাতে কেউ মাঠে নামতে না পারি, এজন্য পুলিশকে দিয়ে সরকার এগুলো করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মওদুদ আহমদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ