বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অবশেষে মনপুরা উপজেলা থেকে চরফ্যাশন উপজেলার সাথে চর নিজামকে একীভূত করার প্রক্রিয়া হচ্ছে।
ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের সাথে মনপুরার মুল ভূখণ্ডের ৩ নং উত্তর সাকুচিয়ার বিচ্ছিন্ন ওয়ার্ড চর নিজাম (কালকিনি) কে কর্তন করে চরফ্যাশনের সাথে একীভূত করার প্রক্রিয়া চলছে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায় চর নিজাম হল মনপুরা উপজেলা থেকে বিচ্ছিন্ন একটি চর।সেখানে যোগাযোগের তেমন কোন ব্যবস্থা নেই। চর নিজামের অবহেলিত বাসিন্দাদের আবেদনের প্রেক্ষিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম পি চর নিজামকে চরফ্যাশনের সাথে সংযুক্ত করার ঘোষণা দেন। ঘোষণার কিছুদিনের মধ্যেই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব চর নিজামকে চরফ্যাশনের সাথে একীভূত বা সংযুক্ত করার প্রক্রিয়া করেছেন বলে জানা যায়। কালকিনির ৫২৪ জন বাসিন্দার গণস্বাক্ষর যুক্ত আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক ভোলা স্বারক নং ৩৮০/ ২৮ এপ্রিল ২০১৮ উপমন্ত্রীর নিকট স্বারক লিপি প্রদান করলে তিনি জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা চরফ্যাশন ও মনপুরাকে আদেশ প্রদান করেন। জেলা প্রশাসক চর নিজাম(কালকিনি)কে চরফ্যাশন উপজেলার ঢালচরের সাথে একীভূত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সকল প্রক্রিয়ার গ্রহণের নির্দেশ প্রদান করেন।
জানা গেছে, মনপুরার সাকুচিয়া ইউনিয়নের চর নিজাম (কালকিনি) দূরত্ব নদী পথে ৮০ থেকে ৯০ কিলোমিটার। স্থানীয় বাসিন্দারা দীর্ঘবছর যাবত এলাকার উন্নয়ন সহ ইউনিয়ন পরিষদের সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল চরনিজাম এলাকার ৫ শতাধিক ভুক্তভোগী মানুষ। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা সম্প্রতি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আলহাজ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বরাবরে আবেদন করেছিলেন। উপ-মন্ত্রী আবেদনটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিলে জেলা প্রশাসক বিষয়টি দ্রুত বাস্তবায়ন করে চরফ্যাশন, মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়ে অবহিত করেন। স্থানীয় এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের কাছে ৫২৪ জন বাসিন্দার গণস্বাক্ষর যুক্ত লিখিত আবেদনের প্রেক্ষিতে চরফ্যাশনের ঢালচরের সাথে চর নিজামকে একীভূত করার প্রক্রিয়া চলছে বলে জানান জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিকি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।