Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আম্মানে বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ-নেতানিয়াহু বৈঠক

| প্রকাশের সময় : ২০ জুন, ২০১৮, ১২:০০ এএম

দ্বি-রাষ্ট্রভিত্তিতে জেরুজালেম দ্ব›েদ্বর মীমাংসা আহŸান
ইনকিলাব ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে রাজধানী আম্মানে বৈঠক করেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। এ সময় তারা আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। সোমবার নেতানিয়াহু এক আকস্মিক সফরে জর্ডান যান। নেতানিয়াহুর কার্যালয় থেকে এদিন বলা হয়, ‘জেরুজালেম শহরের পবিত্র স্থাপনাগুলোর মর্যাদা অক্ষুণœ রাখার ব্যাপারে বৈঠকে নেতানিয়াহু জর্ডানের বাদশাহকে আশ্বস্ত করেছেন। উল্লেখ্য, জেরুজালেম শহরের পবিত্র ও ধর্মীয় স্থাপনাগুলোর দেখাশুনার দায়িত্ব পালন করে থাকে জর্ডান। জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘পেট্রা’ জানিয়ছে, বৈঠকে বাদশাহ আবদুল্লাহ জোর দিয়ে বলেন, মুসলিম, খ্রিস্টান ও ইহুদি সব স¤প্রদায়ের জন্য বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে পবিত্র এই শহর নিয়ে দ্ব›েদ্বর মীমাংসা করতে হবে। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় নানা ইস্যু নিয়েও কথা বলেন বাদশা আবদুল্লাহ। তিনি তার ভাষায় বলেছেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমেই কেবল মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জেসন গ্রিনবøাট এবং তার জামাতা ও উপদ্ষ্টো জেরাড কুশনারের আনুষ্ঠানিক মধ্যপ্রাচ্য সফরের প্রাক্কালে নেতানিয়াহু এই আকস্মিক সফরে আম্মান যান। গত মাসে ট্রাম্প ওয়াশিংটনের দূতাবাস ইসরাইলের তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করেন। তার বিতর্কিত এই পদক্ষেপ ফিলিস্তিনিদের অত্যন্ত ক্ষুব্ধ করে এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক নিন্দা কুড়ায়। আল-জাজিরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ