Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জোরপূর্বক বাস্তুচ্যুতদের সংখ্যায় রেকর্ড

| প্রকাশের সময় : ২০ জুন, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা রেকর্ড গড়েছে। ২০১৭ সালে তাদের সংখ্যা ৬ কোটি ৮৫ লাখ। এর মধ্যে মিয়ানমার থেকে প্রায় ৭ লাখ রোহিঙ্গার পালিয়ে এসে আশ্রয় নিয়েছে। যুদ্ধ, অন্যান্য সহিংসতা ও নির্যাতনের মুখে পঞ্চম বছরের মতো নতুন রেকর্ড গড়েছে বিশ্বব্যাপী জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। এ সঙ্কটের শীর্ষে আছে কঙ্গো, দক্ষিণ সুদানের যুদ্ধ ও রোহিঙ্গাদের দলে দলে ছুটে আসা। এর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে উন্নয়নশীলের কাতারে উঠে আসা দেশগুলো। জাতিসংঘের শরণার্থী বিষয়ক এজেন্সি ইউএনএইচসিআর মঙ্গলবার তাদের বার্ষিক প্রতিবেদন গেøাবাল ট্রেন্ডস-এ এসব কথা বলেছে। এতে বলা হয়েছে ২০১৭ সালের শেষ নাগাদ যেসব মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে তার মধ্যে এক কোটি ৬২ লাখ মানুষ হয়তো প্রথমবারের মতো না হয় পুনর্বার বাস্তুচ্যুত হয়েছে। এ থেকে ইঙ্গিত মেলে যে, বিপুল সংখ্যক মানুষকে তার আশ্রয়য়ের জন্য ছুটতে হচ্ছে। এর অর্থ হলো প্রতিদিনি বিশ্বে বাস্তুচ্যুত হচ্ছে ৪৪ হাজার ৫০০ মানুষ। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ