Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিব্বত-কাঠমান্ডু রেললাইন চুক্তি করবে নেপাল-চীন

| প্রকাশের সময় : ২০ জুন, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : চীনে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি’র আসন্ন পাঁচদিনের সফরে দুদেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি সই হবে। যার মধ্যে জ্বালানি সহযোগিতা এবং তিব্বত ও কাঠমান্ডুর মধ্যে রেললাইন নির্মাণ চুক্তিও রয়েছে। রেললাইনটি তিব্বতের কেরুংকে নেপালের রাজধানী কাঠমান্ডুর সঙ্গে যুক্ত করবে। ১৯-২৪ জুন ওলির এই সফর অনুষ্ঠিত হবে। সফরকালে বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় বিভিন্ন প্রকল্প এবং ইন্ডিয়া-নেপাল-চায়না ইকনমিক করিডোর নির্মাণে চীনের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব নেপাল (এনসিপি)’র স্থায়ী কমিটির সদস্য গনেশ শাহ বলেন, এই সফর নেপাল ও চীনের মধ্যে সম্পর্ক আরো জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করবে। ওলি’র সফরকালে অর্ধ ডজনের মতো এমওইউ সই হবে বলেও জানান তিনি। শাহ জানান, কাঠমান্ডু-কেরুং রেললাইন নির্মাণে এমওইউ সই করবে দুই দেশ। এ লক্ষ্যে একটি সম্ভাব্যতা জরিপ চালানো হবে, যা চার বছরের মধ্যে শেষ করা হবে। জ্বালানি সহযোগিতা-সংশ্লিষ্ট একটি চুক্তি সই হবে। এসএএম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ