Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সামরিক চুক্তি নিয়ে মার্কিন বিশেষজ্ঞরা দিল্লিতে

| প্রকাশের সময় : ২০ জুন, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আগামী মাসে ওয়াশিংটনে ভারত ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে ‘২+২’ সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে পেন্টাগনের একটি বিশেষজ্ঞ দল এখন নয়াদিল্লি সফর করছে। একটি ‘ভিত্তিমূলক’ সামরিক যোগাযোগ চুক্তির ভাষা নিয়ে সোমবার থেকে ভারতীয় প্রতিপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছে দলটি। সরকারের সূত্রগুলো এই পত্রিকাকে জানায়, আইনজ্ঞ, নীতি ও কারিগরি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ দলটি ভারতীয় বিশেষজ্ঞদের সঙ্গে সোম থেকে বুধবার পর্যন্ত আলোচনা চালাবে। আলোচনায় মর্কিন কর্মকর্তারা কমিউনিকেশন কমপেটিবিলিটি এন্ড সিকিউরিটি এগ্রিমেন্ট (কমকাসা) ’র খসড়া নিয়ে ভারতের পর্যবেক্ষণগুলো সমাধানের চেষ্টা চালাবেন। কমকাসা নিয়ে পুনরায় আলোচনা শুরুর মধ্য দিয়ে এই চুক্তির ব্যাপারে ভারতের অবস্থানে অচলাবস্থা নিরসনের ইংগিত পাওয়া যাচ্ছে। ২০১৬ সালে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সামরিক লজিস্টিক চুক্তি সই করে। এরপর নয়া দিল্লি আরো দুটি ‘ভিত্তিমূলক’ চুক্তি: কমকাসা ও বেসিক এক্সচেঞ্জ এন্ড কোঅপারেশন এগ্রিমেন্ট ফর জিও-স্পাশিয়াল কোঅপারেশন (বিইসিএ) স্বাক্ষরের ব্যাপারে তেমন আগ্রহী ছিলো না। সাউথ এশিয়ান মনিটর।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ