Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাগাল্যান্ডে চার সেনা হত্যার দাবি

| প্রকাশের সময় : ২০ জুন, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : একটি বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গ্রæপ সপ্তাহান্তে ভারতের উত্তর-পূর্বাঞ্চল নাগাল্যান্ডে হামলা চালিয়ে চার সৈন্যকে হত্যার দাবি করেছে। সাংবাদিকদের কাছে ইমেইলে পাঠানো এক বার্তায় ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (খাপলাং) দাবি করে যে রোববার তারা স্বয়ংক্রিয় অস্ত্র ও হ্যান্ডগ্রেনেড দিয়ে চলাচলরত সেনা কনভয়ের উপর ওই হামলা চালায়। গ্রæপটির মুখপাত্র ইসাক সুমি স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, দখলদার ভারতীয় বাহিনীর অবৈধ মোতায়ন থেকে ভূমিকে মুক্তি করতে যে অভিযান চলছে এই হামলা তারই অংশ। নাগা উপজাতিদের নিজস্ব আবাসভূমির দাবিতে এই গ্রæপটি লড়াই করছে। ভারত সরকারের সঙ্গে দীর্ঘ ১৪ বছর শান্তি আলোচনা চলার পর ২০১৫ সালে আলোচনা ভেঙ্গে যায়। সোমবার আরেক বিচ্ছিন্নতাবাদী গ্রæপ-উলফা (স্বাধীন) ইমেইলে জানায় যে হামলায় নাগা যোদ্ধাদের সঙ্গে তারাও অংশ নিয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শহর গোয়াহাটি থেকে প্রায় ৪০০ কিলোমিটার পূর্বে অবস্থিত আবোই গ্রামের কাছে এই হামলা হয়। ২০১৫ সালে মনিপুর রাজ্যে নাগা বিদ্রোহীরা ভারতীয় সেনা কনভয়ে হামলা চালিয়ে ১৮ সেনাকে হত্যা করে। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ