Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের দেখতে আসছেন জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রধান

| প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস ও বিশ্বব্যাংক গ্রæপের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম রোহিঙ্গা শরণার্থী শিবির পরির্দশনের জন্য দু’দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ১ জুলাই বাংলাদেশ আসছেন। শিবির পরির্দশন ছাড়াও তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী এএমএ মুহিত ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে সূত্র জানিয়েছে।
বাংলাদেশ, ভুটান ও নেপালে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিয়াও ফান বলেন, বাংলাদেশে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের একটি সফর বিবেচনাধীন রয়েছে। তার সফরের বিস্তারিত জানার পর সংবাদ মাধ্যমকেও অবহিত করা হবে।’
সূত্র জানায়, বর্তমান রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার মঞ্জুরি সহায়তা দিতে পারে বিশ্বব্যাংক। গত বছর আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর ‘জাতিগত নির্মূল অভিযান’ শুরুর পর সাত লাখের বেশি রোহিঙ্গা মুসলমান পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তারা কক্সবাজারের শরণার্থী শিবিরে বাস করছে। সূত্র : সাউথ এশিয়ার মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ