Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওসমানীনগরে চোরাই অটোরিকশাসহ আন্তঃজেলা চোরচক্রের ৪ সদস্য আটক

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৮, ৭:৫৮ পিএম

সিলেটের ওসমানীনগর থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে চোরাই সিএনজি চালিত অটোরিকশাসহ আন্তঃজেলা চোরচক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। ঈদের দিন গভীর রাতে সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ গোলচত্তর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে সুনামগঞ্জের আব্দুস সাত্তারের ছেলে মোঃ আবদুর রহমান, হবিগঞ্জের আজগর আলীর ছেলে ফরাস আলী, মোঃ তুরণ মিয়ার ছেলে মোঃ হোসেন মিয়া ও ওসমানীনগরের ইলাশপুর গ্রামের মোঃ মাসুক মিয়ার ছেলে মানিক মিয়া। আটককৃতরা হচ্ছে বহিরাগত। তারা ওসমানীনগরে বসবাস করত।
পুলিশ সূত্রে জানা যায়, ঈদের আগের দিন ওসমানীনগরের গোয়ালাবাজার করনসী রোডস্থ শাহজালাল কমিউনিটি স্টোরের সামন থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা চুরির ঘটনায় থানায় মামলা করেন অটোরিকশার মালিক আজিজুর রহমান। উক্ত মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে চুরি যাওয়া অটোরিকশাসহ তাদের আটক করা হয়।
এদিকে উপজেলার গোয়ালাবাজার থেকে ঈদের দুই দিন পূর্বে সাবেক চেয়ারম্যান সৈয়দ কওছর আহমদে সৈয়দ আলী আহমদের একটি মোটর সাইকেল চুরি হয়। এর পরদিন একই বাজার থেকে আরো দুটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে।
ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃতরা আন্তঃজেলা চোরচক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাবাদে অটোরিকশা চুরির সাথে সম্পৃক্তার কথা স্বীকার করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওসমানীনগর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ