Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সিএমএইচ-এ যাবেন না খালেদা জিয়া -মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৮, ১:১৮ পিএম | আপডেট : ১:৩৫ পিএম, ১৭ জুন, ২০১৮

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন যেকোনো সময় প্যারালাইজড হয়ে যেতে পারেন আশঙ্কা প্রকাশ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আগেই বলেছি তিনি সিএমএইচ-এ চিকিৎসা নেবেন না।

রোববার (১৭ জুন) দুপুরে দলের নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফখরুল একথা বলেন।

তিনি বলেন, শনিবার (১৬ জুন) কারাগারে খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা দেখা করেছেন। তাদের কাছ থেকে জানতে পেরেছি, তার (খালেদা) শরীরের অবস্থা আগের চেয়ে অনেক নাজুক। তিনি একা হাঁটতে পারছেন না। আমরা আজকের (রোববার) মধ্যে তাকে উন্নত চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে নেওয়ার দাবি জানাচ্ছি।

কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছিলেন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) খালেদা জিয়াকে চিকিৎসার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আগেই বলেছি, খালেদা জিয়া সিএমএইচ-এ যাবেন না।’
তিনি বলেন, খালেদা জিয়া জনগণের সম্পদ, জনগণের নেত্রী। তার জীবনের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আমরা আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করবো। জনগণই খালেদা জিয়াকে মুক্ত করবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • নিঝুম ১৭ জুন, ২০১৮, ১:৩৩ পিএম says : 4
    খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে নেওয়ার দাবি জানাচ্ছি।
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ১৭ জুন, ২০১৮, ৯:৫৭ পিএম says : 0
    এখানে যে কথাগুলো বিএনপির মহাসচিব বলেছেন সেটা তাদের নিজস্ব কথা কাজেই এর উপর কোন বক্তব্য নেই। তবে এখানে একটা কথা বলতেই হয় সেটা হচ্ছে একজন সাজাপাপ্ত কয়েদীকে সরকারি ব্যাবস্থায়ই চিকিৎসা দেয়া হয়। তাছাড়া এযাবত কোন ইতিহাস নেই যে, সাজাপ্রাপ্ত কয়েদীকে ব্যাক্তি মালিকানাধিন কোন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে তাই না?? তাহলে এই আইন ভাঙ্গার কোন কারনি সরকারি দলের নেই তাই না?? এখন যদি বিএনপি মনে করে এটা তাদের প্রাপ্য তাহলে আইনের দরজা তাদের জন্য খোলা আছে সেখানেই নক করা উচিৎ নয় কি?? ..............
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিএমএইচ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ