Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

তারামন বিবিকে ঢাকা সিএমএইচে স্থানান্তর

| প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : উন্নত চিকিৎসার জন্য বীর প্রতীক তারামন বিবিকে রংপুর সিএমএইচ থেকে ঢাকা সিএমএইচে আনা হয়েছে। গতকাল শনিবার বেলা আড়াইটায় সামরিক হেলিকপ্টারে তাকে ঢাকা সিএমএইচে আনা হয়। রংপুর সিএমএইচের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেলেন তারামন বিবি। শ্বাসকষ্টের সমস্যা নিয়েগত শুক্রবার বেলা ১২টায় রংপুর সিএমএইচ ভর্তি হন ৭৩ বছর বয়সী এই নারী মুক্তিযোদ্ধা। আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রাশিদুল হাসান পিএননি দৈনিক ইনকিলাবকে বলেন, বীর প্রতীক তারামন বিবিকে আরো উন্নত চিকিৎসার জন্য রংপুর সিএমএইচ থেকে ঢাকা সিএমএইচে আনা হয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঢাকার সিএমএইচ-এর বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসা করবেন। তারামন বিবির বাড়ি কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কাচারিপাড়ার শংকর মাধবপুর গ্রামে। কুড়িগ্রামের শংকর মাধবপুরে ১১ নম্বর সেক্টরে কমান্ডার আবু তাহেরের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তারামন বিবি। মুক্তিযোদ্ধাদের সহযোগিতা, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকিস্তানিদের খবর সংগ্রহের পাশাপাশি অস্ত্র হাতে সম্মুখ যুদ্ধেও তিনি অংশ নিয়েছেন তিনি। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশ সরকার তারামনকে বীর প্রতীক খেতাব দেয়। কিন্তু এই মুক্তিযোদ্ধার নাম জনসমক্ষে আসে ১৯৯৫ সালে।ওই বছর ১৯ ডিসেম্বর সরকারের পক্ষ থেকে তারামন বিবির হাতে সম্মাননা তুলে দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ