Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রভাবশালী মন্ত্রীরা ঢাকায়

| প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৮, ১২:০০ এএম

ইয়াছিন রানা : দরজায় কড়া নাড়ছে ঈদ। বছরের শেষে জাতীয় নির্বাচন বিধায় এবারের ঈদুল ফিতর বিশেষ গুরুত্ব পাচ্ছে রাজনীতিবিদদের কাছে। জনসাধারণের কাছাকাছি যাবার অন্যতম মাধ্যম রমজানের মাস ও ঈদ। একদিকে যেমন আন্তরিকতার তৈরী হয়, তেমনি হয় প্রচারণাও। এছাড়া গরীব, দু:খীদের পাশে দাড়ানো, দলীয় নেতাদের সঙ্গে দূরত্ব ঘোচানোর কাজও হয়। তাই এবার নিজ নিজ এলাকার ভোটারদের মন জয় করতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বেশির ভাগ নেতারা ঢাকার বাইরে এলাকায় ঈদ উদযাপন করবেন। আর প্রভাবশালী মন্ত্রী, প্রতিমন্ত্রীরা ঢাকায় ঈদ করবেন। এদিকে ঈদের সময় নিজ এলাকায় না থাকলে নানান কথারও জন্ম হয়। তাই নির্বাচনী বছরে ইমেজ নষ্ট করতে চান না তারা। তাই পুরো রমজান মাসে নেতারা নিজ এলাকায় যথেষ্ট সময় দেয়ার চেষ্টা করেছেন। এছাড়া নেতাকর্মীদেও জন্য উপহার পাঠানো, ঈদ সামগ্রী বিতরণসহ নানা সামাজিক কাজ করছেন মন্ত্রী, এমপি ও নেতারা। তবে যারা কারণবশত ঢাকায় ঈদ করবেন, তারা ঈদের আগে ও পরে নির্বাচনী এলাকায় থাকছেন। যারা ঢাকার কাছের জেলায় থাকেন তাদের অনেকে ঢাকায় ঈদের নামাজ পড়ে এলাকায় যাবেন।
জানা গেছে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথারীতি তার সরকারি বাসভবন গণভবনে ঈদ করবেন। সেদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তিনি কুশল বিনিময় করবেন। বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ঈদ উদযাপন করবেন ঢাকায়। জাতীয় পার্টিও চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও থাকবেন ঢাকায়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঈদ করবেন। কোম্পানীগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করবেন তিনি।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ঈদ করবেন ঢাকায়। তবে তার নির্বাচনী এলাকা ঝালকাঠিতে এক সপ্তাহ যাবত ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
উপদেষ্টা পরিষদের আরেক সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ ঈদ করবেন তার নির্বাচনী এলাকা ভোলায়। তিনিও ছুটির দিনগুলোতে এলাকায় গিয়ে ঈদ সামগ্রী বিতরণ ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে এসেছেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঈদ উদযাপন করবেন নির্বাচনী এলাকা সিলেটে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম নিজ নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের কাজীপুরে ঈদ সামগ্রী বিতরণ করেছেন। তবে তিনি ঈদ উদযাপন করবেন ঢাকায়।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল ঈদুল ফিতর উদযাপন করবেন তার নিজ নির্বাচনি এলাকা কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, নাঙ্গলকোট ও লালমাই) তে। সদর দক্ষিণ উপজেলার ধুতিয়াপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন তিনি।
রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব পারিবারিক কারণে ঢাকা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন। তবে তিনি ঈদের নামাজ শেষে গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে যাবেন।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ঈদ উদযাপন করবেন ঢাকায়। তবে তার নির্বাচনী আসন শেরপুর-৩ এ এলাকায় বেশ কয়েকদিন ধরে ঈদ সামগ্রী বিতরণ করেছেন তিনি।
সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর তার নিজ নির্বাচনী এলাকা নীলফামারিতে এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল ল²ীপুরে ঈদ উদযাপন করবেন।
আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান ঢাকায় তার পরিবারের সদস্যদের নিয়ে ঈদ করবেন। তিনি বলেন, আমি বরাবরই পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় ঈদ করি। সভাপতিমÐলীর আরেক সদস্য কাজী জাফরুল্লাহ ঈদ করবেন তার নির্বাচনী এলাকা ফরিদপুরে। ইতোমধ্যে গত ১০ দিন তিনি এলাকায় অবস্থান করছেন। ঈদ করে ঢাকায় ফিরবেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঈদ করবেন ঢাকায়। তিনিও ঈদের আগেই এলাকায় নেতাকর্মীদের সঙ্গে কুশলবিনিময় করে এসেছেন। আবার ঈদের পরে যাবেন।
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম নিজ নির্বাচনী এলাকা ঢাকার কামরাঙ্গীচরের সাধারণ মানুষের সঙ্গে ঈদ উদযাপন করবেন। ইতোমধ্যে তার এলাকায় প্রতিটি ইউনিয়নে সাধারণ মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন। প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু নিজ নির্বাচনি এলাকা কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) এ ঈদুল ফিতর উদযাপন করবেন। বুড়িচং উপজেলার পূর্ণমতি দরিয়ার পাড় ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়বেন।
যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ পরিবারের সঙ্গে ঈদ করতে ইতোমধ্যে কানাডা অবস্থান করছেন। আরেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ঢাকায় ঈদ করবেন। তার নির্বাচনী এলাকা মোহাম্মদপুরে তিনি ঈদের দিন নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করবেন। যুগ্ম-সম্পাদক ডা. দীপু মনি পবিত্র ওমরা পালন করতে সৌদি আরব গেছেন। তিনি তার নির্বাচনী এলাকা চাঁদপুরে ঈদ করবেন বলে জানা গেছে। আরেক যুগ্ম-সম্পাদক আবদুর রহমানও তার নির্বাচনী এলাকা ফরিদপুরে ঈদ করবেন।
সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন তার গ্রামের বাড়ি নেত্রকোণায়, খালিদ মাহমুদ চৌধুরী ঈদ করবেন ঢাকায় ঈদ উদযাপন করবেন। খালিদ ইতোমধ্যে তার নির্বাচনী এলাকা ঘুরে এসেছেন। ঈদের পর গিয়ে ফের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। আরেক সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম পুরো রমজানের মাস তিনি নিজ এলাকা মাদারীপুওে ছিলেন। ঈদ শেষে ঢাকায় আসবেন। একেএম এনামুল হক শামীম গ্রামের বাড়ি শরীয়তপুরে এবং দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ মাদারীপুরের কালকিনির রমজানপুরে ঈদ উদযাপন করবেন । ঢাকায় ঈদের নামাজ আদায় করে কুমিল্লা (দাউদকান্দি-মেঘনা) যাবেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. আব্দুস সবুর।
শরিক দল জাসদের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ঈদ উদযাপন করবেন নির্বাচনী এলাকা কুষ্টিয়ায়। ইতোমধ্যে জনগণের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন তিনি।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা- ৬ (কুমিল্লা সদর) এমপি বীর মুক্তিযুদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার প্রতিবারের মত এবারও নিজ নির্বাচনি এলাকার কুমিল্লা জেলা কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন।
এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অধিকাংশই তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন বলে জানা গেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ