Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কথা রাখলেন ওবায়দুল কাদের

প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ১১:১৯ পিএম, ১৪ জুন, ২০১৮

স্টাফ রিপোর্টার : কথা দিয়ে কথা রাখলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঈদযাত্রা শুরুর আগে তিনি কথা দিয়েছিলেন এবারের ঈদযাত্রায় সড়ক পথে কোন ধরণের সমস্যা হবে না। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে স্বস্তিতেই বাড়ি যেতে পারবে সাধারণ মানুষ।
মন্ত্রীত্ব পাবার পর থেকে মহাসড়কে যানজট নিরসন করে স্বস্তিতে গন্তব্যে যাত্রা নিশ্চিত করতে পরিশ্রম করে চলেছেন তিনি। গত কয়েক বছরের তুলনায় এবারই সড়ক পথের যাত্রায় বেশ স্বস্তিতে গন্তব্যে পৌছাচ্ছেন যাত্রীরা। তাই যাত্রীদের স্বস্তির মন্তব্য কথা রেখেছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
এবার ঈদযাত্রার বেশ আগ থেকে সড়কে দৌড়ঝাপ শুরু করেছিলেন এই মন্ত্রী। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় মহসড়কের কাজের তদারকি করেছেন, কিছু উন্নয়ন কাজ ঈদের সময় বন্ধ করারও নির্দেশ দিয়েছেন যেন যানজট না হয়। রাজধানীতে চলামান ওয়াশা ও সিটি করপোরেশনের ড্রেনেজ, সুয়ারেজ ও রাস্তার উন্নয়ন কাজ ঈদের আগে পরে মোট পনেরদিন বন্ধ করেছেন। এছাড়া কাজ বন্ধ করে ঢাকা-টাঙ্গাইলসহ বিভিন্ন মহাসড়কের অংশ গাড়ি চলাচলের জন্য খুলে দিয়েছেন।
এছাড়া বেশ কয়েকদিন ধরেই ঈদে সড়কপথে যাত্রা নির্বিঘœ করতে বিআরটিএ, বিভিন্ন সেতুর কর্তৃপক্ষ, হাইওয়ে পুলিশসহ মহাসড়কের সঙ্গে জড়িত সকলের সঙ্গে নিয়মিত বৈঠক করেছেন বিভাবে ঈদযাত্রা নিবিঘœ করা যায়। এছাড়া যাত্রাবাড়ি, মিরপুর, গাবতলীর গাড়ি মেরামত কারখানায় অভি।যান চালিয়েছেন মন্ত্রী। যেন ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নেমে নষ্ট না হয় এবং দুর্ঘটনা ও যানজট না বাধায়।
তাই এবার অন্যান্য বারের তুলনায় সড়কপথে ঈদযাত্রায় স্বস্তি ফিরেছে। দেশের মহাসড়কগুলোকে এখন পর্যন্ত বড় ধরণের যানজটের খবর পাওয়া যায়নি। তবে কিছু জায়গায় ধীরগতির খবর পাওয়া গেছে। এছাড়া এখন পর্যন্ত সড়ক দুর্ঘটনারও খবর আসেনি।
হাবিব হাসান নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘যাত্রাবাড়ি থেকে কুমিল্লা বিশ্বরোডে আসলাম মাত্র দেড় ঘন্টায়। এবার বেশ আরামেই আসলাম। মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ।’
মমিনুর রহমান প্লাবন ঈদ উদযাপনে গিয়েছেন ময়মনসিংহ। তিনি ফেসবুকে লেখেন, ‘আলহামদুল্লিাহ সুন্দর ও নির্বিঘেœ বাড়ি এসে পৌছলাম। বাবা-মায়ের সঙ্গে ঈদ করবো।’
আসাদুজ্জামান স¤্রাট লিখেছেন, ‘যানজটবিহীন রাস্তায় বাড়ি ফেরার মজাই আলাদা। ঢাকা থেকে বেশ অল্প সময়ে মুন্সিগঞ্জ আসলাম। বাবা-মায়ের সথে ঈদ করবো।’
এদিকে এখনো মহাসড়ক ও বাস টার্মিনালগুলোতে ঘুওে বেড়াচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার তিনি বলেন, বৃষ্টির কারণে দেশের মহাসড়কগুলোর কোথাও কোথাও যানবাহন চলাচলে ধীরগতি থাকলেও কোনো যানজট নেই। মন্ত্রী বলেন, আমি সকালেও খোঁজ নিয়েছি মহাসড়কে কোনো যানজট নেই। প্রতিবার টাঙ্গাইলে যে সমস্যা হয় এবার সেরকম কোনো সমস্যা নেই। ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নেই,ঢাকা- চট্টগ্রাম মহাসড়কও ফ্রি। আমি ওইপথে এখন ব্রাহ্মণবাড়িয়া যাবো। এবার যাত্রীরা ভালোভাবে ঘরে ফিরছে। রাস্তার জন্য কোথাও কোনো যানজট নেই। তবে ভারী বর্ষণের কারণে এবং সকালে বঙ্গবন্ধু সেতুর ওপারে একটি গাড়ি বিকল হওয়ায় কোথাও কোথাও গাড়ি ধীরগতিতে চলে কিন্তু যানচলাচল বন্ধ নেই। আশা করছি এবারের ঈদে সবাই হ্যাসেল ফ্রি (ঝামেলা মুক্তভাবে) যাত্রা করতে পারবেন।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার বিকেলে গার্মেন্টস ছুটি হবে, যাত্রীদের অনেক চাপ থাকবে। সড়কে যানবাহন বেশি থাকবে। তবে আমার বিশ্বাস ভারী বর্ষণ না হলে গাড়ি আটকে থাকবে না। ঘরে ফেরা যাত্রীদের জন্য এবার পর্যাপ্ত সংখ্যক গাড়ি রয়েছে। তবে যদি গাড়ি শর্ট হয়, তাহলে বিআরটিসির বাস প্রাইভেট কোম্পানিগুলোকে সহযোগিতা করবে।
এর আগে গতকাল সকালে ওবায়দুল কাদের বাস টার্মিনালগুলোতে এসে ঘরফেরা মানুষের সঙ্গে কথা বলেন। এসময় অনেক যাত্রী অভিযোগ করেন, টার্মিনালে বাস থাকলেও কাউন্টার থেকে ‘বাস নেই’ বলে টিকেট দেয়া হচ্ছে না। এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার কথা বলেন সড়ক পরিবহনমন্ত্রী। এসময় তিনি বলেন, টার্মিনাল পরিদর্শন করে ও যাত্রীদের সঙ্গে কথা বলে দেখলাম তারা ভালো পরিবেশে টিকেট কিনছেন এবং ভালোভাবে গাড়িতে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন।####

 

 



 

Show all comments
  • কাসেম ১৫ জুন, ২০১৮, ৬:২৮ এএম says : 0
    পুরোপুর নয় কিছুটা রেখেছেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ