Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিএমএইচেও চিকিৎসা নিতে রাজি নন বেগম খালেদা জিয়া -স্বরাষ্ট্রমন্ত্রী

| প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসার বিষয়ে প্রস্তাব দেয়া হয়েছে। তিনি সেখানেও চিকিৎসা নিতে অনিচ্ছা প্রকাশ করেছেন। তিনি বরাবরের মতো আজও ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে আগ্রহ দেখিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে বেগম খালেদা জিয়ার শারীরিক চিকিৎসার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, জেলকোড অনুসারে কোথাও চিকিৎসা নিতে অনিচ্ছা জানানোর সুযোগ নেই। আমরা বলেছি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের উপস্থিতিতেই তার চিকিৎসা করা হবে। এখন তিনি যেহেতু সরকারি ব্যবস্থাপনায় কোথাও চিকিৎসা সেবা নিতে চাচ্ছেন না এজন্য খালেদা জিয়ার চিকিৎসকদের নিয়ে বসে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রী বলেন, খালেদা জিয়াকে আমরা অনেকবার চেষ্টা করেছি তাকে চিকিৎসা দেয়ার জন্য। তিনি রাজি হননি। এর মধ্যে কোনো রাজনীতি আছে কিনা আমার জানা নেই। তবে তিনি জেলকোড অনুযায়ী তার চিকিৎসার বিষয়ে এভাবে পছন্দ অপছন্দের বিষয়টি বলতে পারেন না। তিনি ইউনাইটেড হাসপাতালে যেভাবে চিকিৎসার দাবি করে আসছেন তাও তিনি বলতে পারেন না।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ