Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীর ক্রান্তিকালে ভাসানীর মত নেতার বড্ড প্রয়োজন

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৮, ১২:০০ এএম

জাতীর এই ক্রান্তিকালে মওলানা ভাষানীর মত নেতার বড্ড অভাব বোধ করছে জনগন। তিনি নেই কিন্তু তার সেই বজ্র কন্ঠের হুংকার ‘‘খামোশ’’ আজো বাংলার আকাশে বাতাসে অনুরিত হচ্ছে। দেশে এখন দু:শাসন নিপীড়নের যাতাকলে পিষ্ট। এ দু:শাসন হতে মুক্তি পেতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নামতে হবে। ১৯৭৬ সালে ভাষানী ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে যেমন লংমার্চ করেছিলেন সবাইকে নিয়ে। গতকাল নগরীর একটি কমিউনিটি সেন্টারে ভাষানী অনুসারী পরিষদ অয়োজিত ঐতিহাসিক লংমার্চ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। ভাষানী অনুসারী পরিষদ রাজশাহী জেলা শাখার আহবায়ক ড. মোহাম্মদ আবু ইউসুফ সেলিম ও মহানগর সদস্য সচিব সাইদুর রহমান সাইদের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর রফিকুল ইসলাম, বারের সাবেক সভাপতি এ্যাড. আবুল কাশেম, নদী পরিবেশ বাঁচাও আন্দোলনের উপদেষ্টা গবেষক মাহবুব সিদ্দিকী, জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের রাবি সভাপতি ডা. শামীম হোসেন চৌধুরী, নাগরীক ভাবনার সভাপতি এ্যাড. মোতাসিম বিল্লাহ প্রমুখ। সভাপতিত্ব করেন আলহাজ্ব হারুনার রশিদ। বক্তারা বলেন, ভারতের পানি আগ্রাসনের ফলে বাংলাদেশের নদীগুলো তার অস্তিত্ব হারাচ্ছে। হারিয়ে যাচ্ছে আমাদের নদী মাতৃক বাংলাদেশের পরিচিতি। আবহাওয়া হয়ে উঠছে রুক্ষ। এক সময়ের প্রমত্ত পদ্মা আজ মরা নদীর নাম। তিস্তার পরিনতিও একরকম। অথচ পানি আগ্রাসনের বিরুদ্ধে কোন সোচ্চার প্রতিবাদ নেই। মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, দেশে আজ ভয়াবহ দু:শাসন চলছে। মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। সর্বত্র একদলের দু:শাসনের অপছায়া। সর্বক্ষেত্রে আজ দমবন্ধকর অবস্থা। এ অবস্থা থেকে মুক্তি পেতে মওলানা ভাষানীর মত গর্জে উঠতে হবে খামোশ বলে। জনতার সম্মিলিত গর্জনের মাধ্যমে দু:শাসনের পতন ঘটাতে হবে। এটাই সময়ের দাবী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীর ক্রান্তিকালে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ