বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে যানজট নিরসনে পুলিশকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল (বৃহস্পতিবার) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মাহাবুবর রহমান তার সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি একথা বলেন। সিটি মেয়র বলেন, পোর্ট কানেকটিং রোড় ও আগ্রাবাদ এক্সেস রোডে উন্নয়ন কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে। এসব সড়কে যানজট নিরসনে ঈদের পর পুলিশ ও পরিবহন মালিকদের সাথে ত্রি-পক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান মেয়র। গুরুত্বপূর্ণ ওই দুটি সড়কে উন্নয়ন কাজের জন্য যানবাহন চলাচলে সাময়িক অসুবিধা হওয়ায় মেয়র দুঃখ প্রকাশ করেন। তিনি সর্বস্তরের নগরবাসী বিশেষ করে উক্ত এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এসময় অতিরিক্ত কমিশনার মাসুদ উল হাসান ও কুসুম দেওয়ান এবং সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।