Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদাকে ইউনাইটেডে নিতে ঢাকার ডিসির কাছে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৮, ১২:০০ এএম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং ইউনাইটেড হাসপাতালে তাঁর চিকিৎসার জন্য ঢাকার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার সকালে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ঢাকা জেলা সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক ও মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকার জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের কাছে স্মারকলিপি দেয়। দেশের প্রতিটি জেলায় স্থানীয় নেতারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন বলেও কেন্দ্রীয় নেতারা জানান।
আবদুস সালাম আজাদ সাংবাদিকদের বলেন, সরকার আজীবন ক্ষমতায় থাকতে অসুস্থ খালেদা জিয়াকে সুচিকিৎসা না দিয়ে কারাগারে আটকে রেখেছে। ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে অবিলম্বে খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তরের দাবি জানানো হয়েছে। সালাম আজাদ বলেন, খালেদা জিয়ার কিছু হলে এর দায়দায়িত্ব সরকারকে নিতে হবে। এ সময় ঢাকা জেলা বিএনপির সহসভাপতি মো. তমিজউদ্দিনসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায়ের পর গত ৮ ফেব্রুয়ারি থেকে খালেদা জিয়া পুরান ঢাকার কারাগারে বন্দী আছেন। স্মারকলিপিতে অভিযোগ করা হয়, অন্যায়ভাবে সাজা দিয়ে বেগম জিয়াকে কারাবন্দি রাখা হয়েছে। তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ