Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় : বাসের দীর্ঘ লাইন

আরিচা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৮, ১২:০০ এএম

ঈদকে সামনে রেখে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পর্যাপ্ত ফেরি থাকায় পূর্বের তুলনায় এবার যানজট পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে। কর্তৃপক্ষ জানায়, এ নৌরুটে মোট ২০ টি ফেরি সার্বক্ষণিক যানবাহন পারাপারে নিয়োজিত রয়েছে। এর মধ্যে বড় আকারের ৯ টি রো-রো ফেরি, মাঝারি আকারের ১ টি, কে-টাইপ ৩ টি ও ৭ টি ইউটিলিটি ফেরি দিয়ে ঈদের চাপ মোকাবেলা করা হচ্ছে। এদিকে ঘরমুখো যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় বাস, কারের দীর্ঘ লাইন পড়েছে। বাস ও কার পৃথক সড়ক পথে ওয়ান ওয়ে পদ্ধতিতে ঘাটে প্রবেশ করানো হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় পাটুরিয়া সড়কে নবগ্রাম বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার বাসের দীর্ঘ লাইন পড়ে। দুপুরে চাপ অনেকটা কমে যায়। বিকালের দিকে চাপ বৃদ্ধি পেয়ে ওই সড়কের আড়পাড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার বাসের দীর্ঘ লাইন পড়ে। আরিচা ঘাটে পাবনাসহ উত্তরাঞ্চলগামী যাত্রীদের উপচে পড়া ভীড় লক্ষ করা যায়। পাটুরিয়া ও আরিচা ঘাটের লঞ্চগুলোতে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করতে দেখা যায়। লঞ্চ ও স্পীড বোটে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া যায়। লঞ্চ ও স্পীড বোট মালিকরা জানান, বিপরীত দিক থেকে প্রায় খালি আসতে হয় বিধায় সামান্য বেশি ভাড়া খরচ পোষানোর জন্য আদায় করা হচ্ছে। পাটুরিয়া ঘাটে লঞ্চ পারাপারের যাত্রীরা ১ থেকে দেড় কিলোমিটার পায়ে হেটে লঞ্চে উঠছে। ঘাট এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশসহ প্রশাসনিক কর্মকর্তাদের সার্বক্ষণিক টহল অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ