Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে ঈদসামগ্রী বিতরণ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৮, ১২:০০ এএম

শিবগঞ্জে বিএনপির নিহত নেতাকর্মীদের পরিবার ও গরিব দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সকালে নিহত ৫ পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী তুলে দেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও জেলা যুবদলের যুগ্ন সম্পাদক শহিদুল হক হায়দারী। এছাড়া নিহত পরিবারবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সুইডেন প্রবাসী বিএনপি নেতা আফতাবির পাঠানো ঈদ সামগ্রী স্বজন হারানো পরিবারগুলোর হাতে তুলে দেন তিনি। এসময় বিএনপি ও যুবদলের জেলা বিএনপির যুগ্ন সম্পাদক শহিদুল হক বলেন, ‘আমি বিগত আন্দোলন সংগ্রামে আহত ও নিহত পরিবারবর্গের পাশে সব সময় ছিলাম আছি এবং ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ্’। অপরদিকে একই সঙ্গে শিবগঞ্জের কৃতি সন্তান ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের গ্রামের বাড়ি পৌর এলাকার জালমাছমারীতে স্থানীয় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। একই সঙ্গে শিবগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ