বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশিষ্ট আলেম নূরানী শিক্ষা পদ্ধতির অন্যতম আবিস্কারক, নূরানী তালিমুল কুরআন ও জামিআ নূরানীয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা কারী রহমতুল্লাহ বুধবার দিবাগত রাত ১টা ৩৮মিনিটে ঢাকার আগারগাঁওস্থ নিওরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজার নামাজ শেষে কিশোরগঞ্জে পরিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ ও উলামায়ে কেরাম। শোক বানীতে তারা বলেন, কারী রহমতুল্লাহ নূরানী পদ্ধতি শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশের বিভিন্ন অঞ্চলে তার অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রয়েছে। তার মৃত্যুতে দেশ একনিষ্ঠ দিনের একজন খাদেমকে হারিয়েছেন যা অপূরনীয়। নেতৃবৃন্দ তার রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। মাওলানা কারী রহমতুল্লাহর ইন্তেকালে শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা শাহ আতাউল্লাহ ও মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, ইসলামী আন্দোলনের আমীর চরমোনাই এর পীর সৈয়দ মুফতী রেজাউল করীম ও মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী ও মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি শায়খ আব্দুল মুমিন ও মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী, অপরঅংশের সভাপতি মুফতী ওয়াক্কাস ও মহাসচিব মাওলানা মুজিবুর রহমান, ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. মাওলানা ঈসা শাহেদী, খেলাফতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসনাত আমিনীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।