মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আজ থেকে শুরু হচ্ছে রাশিয়া বিশ্বকাপ। দলগুলো সব ইতোমধ্যেই পৌঁছে গেছে আয়োজক দেশে। আয়োজক দেশ হোক, অংশগ্রহণকারী হোক বা নাই হোক বিশ্বজুড়ে উন্মাদনার কমতি নেই। ফুটবল ভক্তরা তাদের পছন্দসই তারকাদের নিয়ে মেতে উঠেছে। ফুটবলের হাত ধরে কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল আবার কেউ জার্মানি হয়ে গেছেন। নীল-আকাশী আর হলুদসহ বিভিন্ন রঙের জার্সিতে মেতে উঠেছেন সমর্থকরা। শুধুমাত্র পতাকাই নয় চুলের কাটেও চলে এসেছে এ উন্মাদনা।
লিওনেল মেসির ডাই-হার্ড ফ্যান রাশিয়া বিশ্বকাপের আগে পছন্দের দলকে সমর্থন করতে মাথার পেছনে আঁকিয়ে ফেললেন মেসির ট্যাটু। সাইবেরিয়ার এই ফুটবল প্রেমী হেয়ার স্টাইলিং স্যালঁ-এ গিয়ে তৈরি করে ফেললেন এই ট্যাটু।
হেয়ার স্টাইলিশ স্যালঁ-র ট্যাটুশিল্পী মারিও জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে শুরু বিশ্বকাপ ফুটবল উপলক্ষে তিনি গতানুগতিকতার বাইরে ব্যাতিক্রমি কিছু করতে চেয়েছেন। মেসির এই ট্যাটু লোকাল ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, মাথায় ট্যাটু করাটা খুব জটিল কাজ এটি করতে পাঁচ থেকে সাত ঘণ্টা লেগে যায়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।