Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লা-৫ আসনে আ.লীগের প্রার্থিতা ঘোষণা

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৮, ১২:০০ এএম

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও বিজ্ঞাপন ব্যবসায়ী মো. আবদুছ ছালাম বেগ। গতকাল বুধবার দুপুরে কুমিল্লা নগরীর একটি রেস্তোরাঁয় সাংবাদিক সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে নতুন মুখের সম্ভাব্য প্রার্থী ছালাম বেগ জানান, বর্তমান এমপি অ্যাডভোকেট আবদুল মতিন খসরুকে কেন্দ্রীয় পর্যায়ে সময় দিতে হচ্ছে। এছাড়া একজন আইনজীবী হিসেবে পেশাগত কারণে তাকে ঢাকায় থাকতে হচ্ছে। তাই গত প্রায় ১০ বছরে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় তেমন কোনো উন্নয়ন হয়নি, যোগাযোগ ব্যবস্থা অনেকটা ভেঙে পড়েছে। তিনি বলেন, তৃণমূলে বিচরণ করে অনুভব করেছি এ আসনের জনগণ পরিবর্তন চায়, তারুণ্যদ্বীপ্ত নেতৃত্ব চায়। আগামী নির্বাচনে তিনি দলের মনোনয়ন চাইবেন এবং এ ব্যাপারে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ.লীগের

২৮ মার্চ, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ