বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দুপচাঁচিয়া উপজেলায় ঈদের কেনাকাটার শেষ মুহুর্তে এখন আতর, সুরমা ও টুপির দোকানে ভিড় বাড়ছে। মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর কে সামনে রেখে রমজান মাসের মাঝামাঝি থেকে উপজেলার নিউ মার্কেট ও শপিং সেন্টারগুলোতে কেনাকাটার ভিড় পড়ে। শাড়ি, সালাওয়ার কামিজ, শার্ট, প্যান্ট, গেঞ্জি, জুতাসহ বিভিন্ন কাপড়-চোপড় কেনাকাটার পাশাপাশি গতকাল বুধবার থেকে উপজেলার ঈদের বাজারে আতর, সুরমা ও টুপির দোকানগুলোতেও ভিড় বাড়তে শুরু করেছে। ভ্রাম্যমাণ দোকানগুলোতে টেবিলে ও র্যাকে সাজিয়ে আতর, সুরমা, টুপি পাশাপাশি জায়নামাজ, তসবি ক্রেতাদের ক্রয় করতে দেখা গেছে। দোকানগুলোতে প্রতিটি টুপি মানভেদে ৫০ থেকে ২০০ টাকা, আতর ৫০ থেকে ১০০ টাকা বোতল, সুরমা ৪০ থেকে ৬০ টাকা, তসবি ৫০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ব্যাপারে উপজেলা পরিষদ সংলগ্ন ইব্রাহিম আতর হাউজ এর স্বত্বাধিকারী ইব্রাহিম আলী “দৈনিক ইনকিলাব” কে জানান, সারা বছর আতর, সুরমা ও টুপি তেমন বিক্রি না হলেও ঈদুল ফিতর কে সামনে রেখে বিক্রি বেড়ে যায়। সারা বছর যা বিক্রি হয় এই ঈদের শেষ ২ দিনে তাঁর চেয়ে অধিক বিক্রি হয়ে থাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।