Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রস্তুত ময়নামতি শালবন বিহার

চান্দিনা (কুমিল্লা) থেকে মুন্সী কামাল আতাতুর্ক মিসেল | প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৮, ১২:০০ এএম

ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লায় আগত পর্যটক ও দর্শনার্থীদের বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র ময়নামতি শালবন বিহার ও যাদুঘর। প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল ফিতর উপলক্ষে বাইরে থেকে আশা হাজার হাজার পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও পর্যটন স্পটগুলোতে অবাধে যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রস্তুুত বিভাগের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা উদ্যোগ। এরই মধ্যে ঈদ উপলক্ষে কুমিল্লায় আশা পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও কুমিল্লার পর্যটন স্পটগুলোতে অবাধ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে সীমিত করা হয়েছে কর্মকর্তা-কর্মচারীদের ছুটি। আর রানীর বাংলো, ওয়ারসেমেট্রি, শহরের দশানী সিটি পার্কগুলোতে পর্যটকদের কাছে আকর্ষণীয় করতে নেয়া হয়েছে নানা উদ্যোগ। শহরের ধর্মসাগর সংলগ্ন পার্কটি পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করতে বিভিন্ন আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। কুমিল্লার গোলাম ফেরদৌস জানান, ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার ঐতিহ্য ময়নামতি শালবন বিহার, রূপবান মুড়া, আদিনাথ পাহাড় দেশি-বিদেশী পর্যটকদের ব্যাপক আগম ঘটে। ঈদের সময় জেলার বাইরে থেকে চোখে পড়ার মত দর্শনার্থীরা এখানে ঘুরতে আসে। এসময় পর্যাটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২০ সদস্যের একটি টিমসহ জেলা প্রস্তুত বিভাগের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
কুমিল্লার সিটি পার্কে কর্মরত আক্তার জানান, ঈদে সিটি পার্কে ঘুরতে আসা ভ্রমণ প্রিয় হাজার হাজার মানুষের আগমন ঘটে। ঈদে আমাদের বেচা কেনাও ভালো হয়। ঈদের তিন দিন পর্যন্ত ঘুরতে আসা মানুষের আগমন অব্যাহত থাকে। এছাড়া ধর্মসাগরের পাড়ের দৃষ্টিনন্দন দৃশ্য সব সময়ই দর্শনার্থীদের আকর্ষণ করে। যে কারণে শুধু ঈদে নয় সব সময়ই এখানে ভ্রমণ পিপাষুদের ভীর লেগে থাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রস্তুত ময়নামতি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ