Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটিয়ায় ৩০ হাজার দুস্থের মধ্যে কেডিএস গ্রুপের ঈদ সামগ্রী বিতরণ

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৮, ১২:০০ এএম

দেশের খ্যতনামা পোশাক রপ্তানিকারী প্রতিষ্ঠান কেডিএস গ্রুপের উদ্যোগে গতকাল (বুধবার) পটিয়ায় ৩০ হাজার দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান তার নিজ বাড়ীতে এ ঈদ সামগ্রী প্রদান করেন। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে, শাড়ী, লুঙ্গি, থ্রী-পিছ, গেঞ্জি, ও নগদ টাকা। উপজেলার জিরি, কাশিয়াইশ, আশিয়া, কুসমপুরা, বড়লিয়া, কোলাগাঁও সহ ৬ ইউনিয়নের ৪৮টি গ্রামের নারী পুরুষের মধ্যে এ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় তার সাথে ছিলেন আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান, আহমদুর রহমান। জিরি ইউপি মেম্বার আবুল হাশেম।
কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, মুসলমানদের জন্য ঈদ আনন্দ ধনী, গরিব সবার মাঝে এক সমান। দুঃস্থ দরিদ্রদের মাঝে ধনী বিত্তবানদের জন্য ঈদ সামগ্রী প্রদান করা ইসলামী শরীয়ত মতে ফরজ ও কর্তব্য। তাই তিনি বিত্তবানেরা অসহায় গরিব লোকজনকে সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ