Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যোগ্য নেতৃত্ব সঙ্কটে উন্নয়নবঞ্চিত ত্রিশাল

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৮, ১২:০০ এএম

‘যোগ্য নেতৃত্ব সংকট ও গ্রুপিং রাজনীতির কারনেই ত্রিশাল উপজেলা উন্নয়ন বঞ্চিত’ বলে অভিযোগ তোলেছেন কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শাহিন পারভেজ লিটন। তিনি বলেন, ‘বিগত কয়েকটি জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বহিরাগতরা এমপি নির্বাচিত হয়েছে। ফলে তারা নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্যস্ত থাকলেও ত্রিশালের উন্নয়নে দৃশ্যমান কোন অবদান রাখতে পারেনি তারা।
গত মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ নগরীর পৌর অডিটরিয়ামে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। এ সময় ছাত্রলীগ নেতা হুমায়ন কবীর, মনিরুজ্জামান রাজিব ও সুজন মাহমুদ প্রমূখ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে আনন্দ মোহন কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি লিটন বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে থাকলেও যোগ্য নেতৃত্ব সংকট ও গ্রপিং রাজনীতির কারনে ত্রিশাল উপজেলা উন্নয়ন বঞ্চিত। তাই আগামী দিনে পিছিয়ে পড়া এ জনপদকে উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিতে মনোনয়ন প্রত্যাশী হিসেবে তৃণমূলে কাজ করছি। সেই সাথে মনোনয়ন পেলে এ আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারব বলে দৃঢ় ভাবে বিশ্বাস করি।’ তিনি নেতা আরো বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী পরিবারের সন্তান হিসেবে ছাত্রজীবন থেকেই বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করে রাজনৈতিক রোষানলে হয়রানীর শিকার হয়েছি। তবুও দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল ভয়-ভীতি উপেক্ষা করে দু:সময়েও রাজপথে ছিলাম। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ