প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
হিন্দি ফিল্মের ক্ষেত্রে দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত’র গ্রহণযোগ্যতা একেবারে পড়ে এসেছে। তার চলচ্চিত্রগুলো প্রধানত নির্মিত হয় তামিল ভাষায়, তবে হিন্দিসহ ভারতের অন্যান্য ভাষায়ও এটি ডাব করে মুক্তি দেয়া হয়। গত শুক্রবার হিন্দিতে একমাত্র ফিল্ম ছিল রজনীকান্ত অভিনীত ‘কালা’। মাঠ ফাঁকা ছিল না, তবে সুযোগ ছিল। তাতেও ফিল্মটি সুবিধা করতে পারেনি, এমনকি অভিনেতার শেষ ফিল্ম ‘কাবালি’র চেয়েও এর অবস্থা খারাপ।
পিএ. রঞ্জিতের পরিচালনায় অ্যাকশন ফিল্ম ‘কালা’তে রজনীকান্ত ছাড়াও অভিনয় করেছে নানা পাটেকর, সমুরথিরাকানি, আরুলডস, ঈশ্বরি রাও, হুমা কুরেশি, অঞ্জলি পাটিল, সুকন্যা, অরবিন্দ আকাশ, সায়াজি শিন্দে, রবি কালে, পঙ্কজ ত্রিপাঠি এবং সাকশি আগারওয়াল। প্রথম পাঁচ দিনে ফিল্মটির হিন্দি সংস্করণ আয় করেছে ৭ কোটি রুপি। সোমবার পর্যন্ত ‘বিরে ডি ওয়েডিং’-এর আয় ৭১.৭১ কোটি রুপি।
ছবিঃ কালা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।