বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টানা ৫ দিনের ভারি বর্ষণে উখিয়ার পালংখালী শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ঘটনায় ৪ রোহিঙ্গা গুরুতর আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে এমএসফ হাসপাতালে ভর্তি করেছে।
জানা যায় ১৩ জুন সকাল ১২টার দিকে উখিয়া উপজেলার পালংখালী শফিউল্লাহ কাটা নামক রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। পাহাড় ধ্বসের ঘটনায় আহতরা হলেন, ডি – ২ ব্লকের বাসিন্দা আলী আজগরের স্ত্রী, মরিয়ম খাতুন (৪৫), মোঃ ইব্রাহীমের স্ত্রী সমুদা খাতুন, মোঃ শাকের আলমের স্ত্রী, রোকেয়া (২৫) ও তার ৩ বছরের শিশু উম্মে হাবিবা।
স্থানীয় ডি-২ ব্লকের মাঝি জয়নাল আবেদীন জানান, পাহাড়ের পাদস্থলে থাকা দুইটি রোহিঙ্গা পরিবারের উপর বড় একটি পাহাড়ের অংশ ধ্বসে পড়ায় ৪ জন আহত হয়েছে।
হেড মাঝি নুরুল কবির জানান, সকাল ১২ টার দিকে পাহাড়টি ধ্বসে পড়ে ৪ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, যদি টানা বৃষ্টি না থামে তাহলে আরও পাহাড় ধ্বসে পড়তে পারে।
খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও এনজিও কর্মীরা দ্রুত এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।