Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ডাকাতের হামলায় প্রবাসীর স্ত্রী নিহত

প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কুমিল্লা উত্তর সংবাদদাতা

কুমিল্লার তিতাস উপজেলার দক্ষিই নারান্দিয়া গ্রামের প্রবাসী আবু সাত্তারের বাড়িতে গত শুক্রবার দিবাগত গভীর রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা এসময় প্রবাসীর স্ত্রী মিলন বেগমের হাত-পা বেধে আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় মিলন বেগমের বোন প্রবাসী আক্কাসের স্ত্রী স্বর্নেহের বেগম (৩৫) দেখে ফেললে ডাকাতদল তাকে ছুরি দিয়ে একাধিক আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যায়। ধারণা করা হচ্ছে নিহত স্বর্নেহের বেগম ডাকাতদের চিনে ফেলার কারণে তাকে হত্যা করা হয়েছে। তিতাস থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি বা ডাকাতির সাথে জড়িত কেউ গ্রেফতার হয়নি। এলাকাবাসী বলছে, ডাকাতদল এ এলাকারই। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ডাকাতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকার লোকজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাতের হামলায় প্রবাসীর স্ত্রী নিহত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ