Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিএমএইচ সমৃদ্ধ হাসপাতাল : খালেদার চিকিৎসা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী

| প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন,দেশের সবচেয়ে সমৃদ্ধ হাসপাতাল সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)। বিএনপি চাইলে খালেদা জিয়াকে সিএমএইচে নেওয়া হবে।
গতকাল দুপুরে খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দারের আবেদনের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, আমি অফিসে আসার আগেই তিন সদস্যের একটি প্রতিনিধিদল খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দারের একটি আবেদন জমা দিয়ে গেছেন। পরে আমি সেটি দেখেছি।
তিনি বলেন,কারাবন্দি বিএনপি নেত্রীর চিকিৎসার বিষয়ে সরকার তার অবস্থান আগেই স্পষ্ট করেছে। সরকারি ব্যবস্থায় তার সর্বোচ্চ উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে। জেল কোড মেনেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এখন রাজি না হলে তো আমরা সেখানে তাকে নিতে পারি না।
আসাদুজ্জামান খান বলেন, আমরা আবারো তাকে অনুরোধ করব। তিনি রাজি না হলে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে উন্নত চিকিৎসার প্রস্তাব দেয়া হবে। সেখানে সরকারি হাসপাতালের চেয়ে উন্নত চিকিৎসা হয়। আশা করি, তিনি সেখানে চিকিৎসা করাতে রাজি হবেন।
প্রসঙ্গ টেনে তিনি বলেন, এক সময় বর্তমান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী গ্রেফতারের পর উনার (খালেদা জিয়া) চেয়ে বেশি অসুস্থ হয়েছিলেন। কিন্তু, জেল কোড মেনেই তাকে চিকিৎসা নিতে হয়েছিল।
এ সময় সাংবাদিকরা জানতে চান, খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে যেকোনো ধরনের পরিস্থিতি তৈরি হলে সরকার প্রস্তুত কিনা? জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছি। হঠাৎ পরিস্থিতি তো হঠাৎ-ই হয়। তবে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা সব সময় প্রস্তুত। এটা আমাদের রুটিন ওয়ার্ক।
এর আগে ভাই শামীম ইস্কান্দারের নেতৃত্বে তিন সদস্যর একটি প্রতিনিধি দল সচিবালয়ে এসে খালেদা জিয়ার চিকিৎসা ইউনাইটেড হাসপাতালে করানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতারে চিকিৎসা নিবেন না বলে ইতোমধ্যে আইজি প্রিজনকে জানিয়েছেন। পরবর্তীতে আমরা জানিয়েছি সিএমএইচে চিকিৎসা নেয়ার জন্য। সিএমএইচকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই।
শামীম ইস্কানদার আবেদনে বলেন,আমার বড় বোন নাজিমউদ্দীন রোডের কারাগারে বন্দি রয়েছেন। তিনি বিভিন্ন অসুখে ভুগছেন। কিন্তু কারাগারে প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না। ফলে দীর্ঘ কারাবাসে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। খালেদা জিয়ার ৪ বিশেষজ্ঞ চিকিৎসক কারাগারে স্বাস্থ্য-পরীক্ষা করে উক্ত চিকিৎসকরা জানিয়েছে, তার মাইল্ড স্ট্রোক হয়েছিল। এ ধরনের বিষয় বড় ধরনের স্বাস্থ্যঝুঁকির পূর্বাভাস বহন করছে।##

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ