Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আধ্যাত্মিকতা ছাড়া ইসলাম চর্চায় সুফল মিলবে না -সৈয়দ সাইফুদ্দীন আহমদ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৮, ১২:০০ এএম

মাইজভান্ডার দরবারের সাজ্জাদানশীন ও আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার কেন্দ্রীয় সভাপতি শাহসূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী বলেছেন, আধ্যাত্মিকতা ছাড়া ইসলাম চর্চায় কখনো সুফল মিলবে না। গত রোববার নগরীর চকবাজারস্থ কাপাসগোলা মাইজভান্ডার মনজিলে হযরত আলী (রাঃ)-এর শাহাদাতবার্ষিকী স্মরণসভা এবং শাহসূফী মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল-হাসানীর চন্দ্রবার্ষিকী ওরশ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওলানা এম এ মতিন, সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন। অতিথি ছিলেন সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ট্রাস্টের সচিব এডভোকেট কাজী মহসীন চৌধুরী, ইসলামী ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব স উ ম আব্দুস সামাদ, মাওলানা নূরুল ইসলাম জিহাদী, মইনীয়া আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট ফখর উদ্দিন জাবেদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ