রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
অবশেষে পাষন্ড স্বামীর ঘুষির আঘাতেই মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার উত্তর কামারগাঁও পাকাব্রীজ সংলগ্ন নাছিমা বেগম (৬২) এর মৃত্যু হয়। গতকাল সোমবার সকাল ১০ টায় আল আমীন আলোর দিশারী ঈদ গাহ্ মাঠে তার জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে। জানা-গেছে, দীর্ঘ দিন ধরে নাছিমার দেবর আলতাফ এর পরামর্শে রফিকুলের সাথে নাছিমা বেগমের পারিবারিক কলহ চলে আসছিল। তারই জের ধরে স্বামী রফিকুল শেখ নাছিমার উপর মাঝে মধ্যেই মানুষিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল। তার পরেও নাছিমা সব অন্যায় অত্যাচার মুখ বুঝে সহ্য করে আছিল। গত ১৮ মে নাছিমা বেগমের সাথে স্বামী রফিকুল শেখের সাথে কথা কাটা কাটির এক পর্যায়ে তার স্বামী রফিকুল শেখ তাকে ডান চোখর নিচে একটি ঘুষি মারলে নাছিমা মাটিতে লুটে পরে যায়। তার নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। পরবর্তিতে তাকে ঢাকা মেডিকেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়াহয়। চিকিৎসকেরা জানায়, ষুষির আঘাতে তার ডান চোখের নিচের হার ভেঙ্গে গেছে। ৫ দিন ঢাকা জাপান বালাদেশ ফ্রেন্ডর্সশীপ মেডিকেল সার্ভিস লিমিটেডের আই সিউতে থাকার পর ১০ জুন তিনি মারা যায়। পাষন্ড স্বামীর ঘুষির আঘাতে গৃহবধুর মৃত্যুতে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মৃত-নাছিমা বেগম উপজেলার জগন্নাথ পট্রি গ্রামের আকমত আলীর মেয়ে।এ ব্যপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এস এম আলমগীর হোসেন বলেন, এ বিষয়ে আমার জানা নেই,এখনও পযর্ন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।