Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারের কাছে খালেদার মুক্তির দাবি মামা বাড়ির আবদার -ওবায়দুল কাদের

| প্রকাশের সময় : ১২ জুন, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : সরকারের কাছে বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবি মামা বাড়ির আবদার বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকারের কাছে বেগম জিয়ার মুক্তির আবদার টা না করলেই হয়, এটা অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক, অবাস্তব। আমাদের পক্ষে সম্ভব নয়। এটা সম্পূর্ণ ভাবে আদালতের এখতিয়ার।
গতকাল সন্ধায় ঢাকার লেডিস ক্লাবে মহানগর দক্ষিন আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার কারামুক্তি দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা নির্বাচনের জন্য বেগম জিয়ার মুক্তির শর্ত দিচ্ছে। কার কাছে শর্ত দিচ্ছেন? কে তাকে মুক্তি দিবে? কে তাকে দন্ড দিল? আদালতে যান। সরকারের কাছে শর্ত দিয়ে লাভ নেই মন্তব্য করে তিনি বলেন, সরকার তাকে জেলে নেয় নি, সরকার তাকে দন্ড দেয় নি, সরকার তাকে মুক্তি দিতে পারে না। আদালতের সিদ্ধান্তই হচ্ছে তার মুক্তির বিষয়ে শেষ কথা।
খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে চিকিৎসা করানোর বিষয়ে বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজার বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এই দাবিটা বিএনপি করুক। যদি জেল কোর্ট অনুযায়ী তার চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর প্রয়োজন হয় তাহলে পাঠাবে।
লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে সাক্ষাতের বিষয়টি সাংবাদিকরা দৃষ্টি আকর্শন করলে ওবায়দুল কাদের বলেন, এটা খুব স্বাভাবিক ব্যপার এটা নিয়ে মন্তব্য নেই। মন্তব্য হচ্ছে পলাতক দন্ডপ্রাপ্ত আসামীর সঙ্গে দেখা করা কি গনতন্ত্র। পলাতক আসামী কী কোন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে পারেন?
আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের নিজ আসনে প্রতিদ্ব›িদ্ব বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের বক্তব্যের সমালোচনা করেন কাদের বলেন, ‘মওদুদ সাহেব আমার নির্বাচনী এলাকায় গিয়ে কিছু কথা বলেছেন। তার দল সেখানে দু-তিন ভাগে বিভক্ত। তিনি গেলেই সেখানে মারামারি অনিবার্য। তার ঘরের মধ্যে দু পক্ষ মারামারি করে। এখন পুলিশ দিয়ে তার নিরাপত্তা দিতে গেলে বলে পুলিশ নাকি তাকে ঘীরে রাখে। অনেক দিন পিছন পথে এলাকা ত্যাগ করেছে এই মওদুদ।’
২২ বছরের মওদুদ সাহেব দুটি কাজও করেননি মন্তব্য কওে ওবায়দুল কাদের বলেন, এলাকার লোকজন আপনার প্রতি ক্ষুদ্ধ। আপনি দলেরর লোকদের বিভক্ত করে রেখেছেন।
মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী রগের সভাপতি মন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন,ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী রীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, মহানগর দক্ষিনের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন ।###

 

 

 



 

Show all comments
  • MD.MONIR HOSSEN = ROWMARI ১২ জুন, ২০১৮, ৮:৩০ এএম says : 0
    thank you . Montri .
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ