Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপাসিয়ায় গজারী কাঠসহ দুইজন আটক

কাপাসিয়া (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৮, ১২:০০ এএম

গাজীপুরের কাপাসিয়ায় শতাধিক অবৈধ গজারী গাছ ভর্তি ট্রাকসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। এ ব্যাপারে থানা পুলিশ বাদী হয়ে কাঠ পাচারকারী দলের মূল হোতা হারুন অর রশীদ ওরফে গজারী হারুন, ট্রাক চালক খোকন মিয়া (৩০) বাবুল মিয়া (২৭) কে আসামী করে গতকাল সোমবার সকালে মামলা দায়ের করা হয়েছে। তাদের বাড়ি কাপাসিয়া উপজেলার বাঘেরহাট গ্রামে। জানা যায়, কাপাসিয়া উপজেলা শহরের সদর রোডে গতকাল সোমবার ভোরে গজারী কাঠ ভর্তি একটি ট্রাককে সন্দেহ হলে বাজারের পাহারাদাররা আটক করে। পরে থানা পুলিশ এসে ট্রাক চালক খোকন মিয়া (৩০) ও হেলপার বাবুল মিয়া (২৭) কে ট্রাকসহ থানায় নিয়ে যায়। এ সময় পাচারকারী দলের সদস্য হারুনের ভাতিজা কাওছার (২০) পালিয়ে যেতে সক্ষম হয়। ট্রাক চালক জানায়, গত এক সপ্তাহে উপজেলার ভ‚লেশ^র গ্রামের সরকারি বন থেকে অবৈধ গজারী কাঠের ৩ টি চালান মেঘনা ঘাট এলাকায় পাচার করা হয়েছে। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবত বহু অপকর্মের হোতা এই হারুন উপজেলার বিভিন্ন সরকারি গজারী বন থেকে রাতের আঁধারে হাজার হাজার গাছ কেটে বন উজার করে অন্যত্র পাচার করছে। প্রভাবশালী মহলের ছত্র ছায়ায় দীর্ঘদিন যাবত বিভিন্ন অপকর্ম করে পার পেয়ে যাচ্ছে। এব্যাপারে গোসিংগা বিট অফিসার সিদ্দিকুর রহমান জানান, আটককৃত গজারী কাঠের বৈধতা যাচাই-বাছাই করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে। থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মনিরুজ্জামান খান জানান, আটককৃত গজারী কাঠের ব্যাপারে এ এস আই আজিবুর রহমান বাদী হয়ে বন আইনের সংশোধিত ধারায় ৩ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ