Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনার অধিকাংশ রাস্তা চলাচলের অযোগ্য

স্টাফ রির্পোটার,পাবনা থেকে | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৮, ১২:০০ এএম

পাবনা জেলার বিভিন্ন স্থানে সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন রাস্তা নির্মাণ এবং সংষ্কার করার পর ৬ মাসও টিকছে না। এলাকাবাসীর অভিযোগ নিম্নমানের কাজের ফলে রাস্তা নির্মাণ ও সংষ্কারের পরপরই পূর্বের আদঁলে ফিরে আসে এবং আরো বেশী খারাপ হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। জেলা শহরের রাস্তা ব্যাতিরেকেও উপজেলাসমূহের রাস্তার বেহাল দশা । সরকারের আথিৃক ক্ষতি হলেও টেকসই কাজ হয় না। পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রায় কিলো মিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পেড়েছে। এই সড়কটি উপজেলা সদর এবং নিকটবর্তী উপজেলার সাথেও যোগাযোগ সড়ক । সূত্র মতে, ভাঙ্গুড়া পৌরসভার মধ্যে প্রায় ৫ কিলোমিটার রাস্তা খাল-খন্দে পরিনত হয়েছে। অন্যদিকে, ভাঙ্গুড়া রেলওয়ে ব্রিজের কাছ থেকে সারুটিয়া বাইপাস সড়কের এক কিলোমিটার, রেল ব্রিজ থেকে মহিলা কলেজের সামনে দিয়ে ফরিদপুরপরি উপজেলা সংযোগ সড়কের জিগাতলা মোড় পর্যন্ত কিলো মিটার রাস্তা । এই মিলিয়ে ভাঙ্গুড়া উপজেলার সওজের প্রায় ১০ কিলো মিটার রাস্তার বিভিন্ন স্থানে খালা-খন্দ, বড় গর্ত সৃষ্টি হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। নির্মাণ এবং সংষ্কারের পর রাস্তা ৬ মাসের অধিক না টেকার কারন জানতে পাবনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সমিরন রায়কে ফোন করে পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাস্তা চলাচল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ