রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের সাইলো সড়কে নিজের ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ট্রাক্টর চালক নয়ন হোসেন (২৩) মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত চালক নয়ন হোসেন নওগাঁ সদর উপজেলার রজাকপুর গ্রামের এরফান আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এ দিন চালক নয়ন হোসেনের সিমেন্ট নিয়ে রানীনগরের বগারবাড়ি যাওয়ার কথা ছিল। সিমেন্ট ভর্তি ট্রাক্টরটি চালু রেখে সে পাশের একটি চাতালে খালি বস্তা নিতে যায়। এ সময় ট্রাক্টরটি হঠাৎ করে সামনের দিকে গড়িয়ে যেতে থাকে। নয়ন হোসেন দ্ররুত দৌড়ে এসে টাক্টরের নিয়ন্ত্রন নিতে গেলে ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয় এবং ঘটনাস্থলেই সে মৃত্যুবরন করেন। এ সময় আশপাশের লোকজন এসে নয়নের লাশ সেখান থেকে উদ্ধার করে । সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক মুসা মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে এবং লাশ পুলিশ হেফাজতে নেয়। পরে নয়নের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।