Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মাগুরায় নিহত শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তা

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৮, ১২:০০ এএম

মাগুরা জেলা মোটরশ্রমিক ইউনিয়ন সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে মৃত্যু বরণকারি মাগুরার ২৭ জন মোটরশ্রমিকের পারিবারকে ৫ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে। গত ২ বছরে এ সব শ্রমিকরা মৃত্যু বরণ করে।
রবিবার বিকেলে এ উপলক্ষে জেলা মোটরশ্রমিক ইউনিয়ন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি থেকে নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের হাতে এ অর্থ তুলে দেন।
মাগুরা জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবু মিয়া, যুগ্মসম্পাদক শেখ আব্দুর রাজ্জাক, জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তাসহ অন্যরা।
চেক বিতরণের সময় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর জানান, দুর্ঘনায় নিহত মোটরশ্রমিক পরিবারের সহায়তায় একটি বড় আকারের স্থায়ী তহবিল গঠনের জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে যোগাযোগ করে ব্যবস্থা নিবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত শ্রমিক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ