Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুরে কারাগারের ভবন থেকে পড়ে আসামির মৃত্যু

রংপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৮, ৭:২০ পিএম

রংপুর কেন্দ্রীয় কারাগার ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে গিয়ে সুজন দাস মুন্না (২৫) নামে ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। নিহত মুন্না নগরীর ডিমলা কালিমন্দির এলাকার কমল দাসের ছেলে।
রোববার বেলা ২ টার দিকে তিনি ভবন থেকে পড়ে গেলে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, মাদক সেবনের অপরাধে গত ২ জুন ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের সাজা হয় মুন্নার। রোববার দুপুরে কারাগারের চারতলা ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় তার মৃত্যু হয়। নিহত মুন্না শারীরিকভাবে দুর্বল ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসামির মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ