বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটে হেরোইন পাচারের মামলায় দুই আসামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত। একই সাথে উভয় আসামীকে আরও ১ লাখ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে আদালত এ রায় দেন। দণ্ড প্রাপ্তরা হলেন, বিয়ানীবাজার উপজেলার টিকরপাড়া-উত্তরভাগ গ্রামের তমছির আলীর পুত্র পারভেজ আলম সুজন (২৬) ও রাজ্জাকপুর গ্রামের মুহিব আলীর পুত্র হোসেন আহমদ মানিক (৫১)। এরমধ্যে হোসেন আহমদ মানিক জামিনে যাওয়ার পর থেকে পলাতক রয়েছেন। মামলার নথিসূত্রে মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চসহকারী নজরুল ইসলাম জানান, আসামীরা দেশী-বিদেশী মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। ২০১৪ সালের মার্চ মাসে তাদের নামে পাকিস্তান থেকে ৮ কেজির বেশি হেরোইন আসে ডাকযোগে। দক্ষিণ সুরমা পোস্ট অফিসে হেরোইন ধরা পড়ার পর পুলিশ ও গোয়েন্দা বাহিনী অভিযান শুরু করে। এক পর্যায়ে তাদের গ্রেফতার করে ২০ মে আদালতে সোপর্দ করা হয়েছিল। এরপর তাদের বিরুদ্ধে মাদক পাচারের মামলা দায়ের (নং-১৯৮৫/১৬) করা হয়। দীর্ঘ শুনানি শেষে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মফিজুর রহমান ভূঁইয়া উভয় আসামীকে মৃত্যুদন্ডাদেশের পাশাপাশি আরও ১ লাখ টাকা করে জরিমানার দণ্ডাদেশ ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিঁপিঁ অ্যাডভোকেট মফুর আলী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।