Inqilab Logo

শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

‘খালেদা জিয়া রাজি থাকলে আগামীকাল নেওয়া হবে বিএসএমএমইউতে’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৮, ৩:১১ পিএম
খালেদা জিয়া রাজি থাকলে আগামীকালই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগিডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। তিনি বলেন, ‘তার যে ধরনের চিকিৎসা, পরীক্ষ-নিরীক্ষা প্রয়োজন তার সব ব্যবস্থাই আছে বিএসএমএমইউতে। খালেদা জিয়া রাজি থাকলে আগামীকালই তাকে সেখানে নেওয়া হবে।’
 
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক আরও বলেন, ‘জেলকোড অনুযায়ী বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া যায় না। তাই সরকারি হাসপাতালেই সরকার তাকে সর্বোচ্চ ভালো চিকিৎসা দেওয়ার চেষ্টা করবে। তার যে ধরনের চিকিৎসা প্রয়োজন, সেসব সুবিধা যদি সরকারি হাসপাতালে না থাকে; তাহলে বেসরকারি হাসপাতালে চিকিৎসার বিষয়টি বিবেচনায় আসবে। সেক্ষেত্রে অর্থ কোথায় থেকে আসবে সেটাও মন্ত্রণালয় চিন্তা করবে।’
 
সোমবার (১১ জুন) কারা অধিদফতরে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেছেন কারা মহাপরিদর্শক ব্রিগিডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।
 
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কারা মহাপরিদর্শক আরও জানান, খালেদা জিয়াকে অর্থোপেডিক ব্যাগ দেওয়ার সুপারিশ করা হয়েছিল ডাক্তারের পক্ষ থেকে, আশা করি সেটা আগামীকালের মধ্যে তাকে দেওয়া হবে।
 
ঈদে খালেদা জিয়ার জন্য কারাগারে বিশেষ কোনও ব্যবস্থা থাকবে কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘ঈদে সাধারণ বন্দিদের জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা থাকে, বিনোদনের ব্যবস্থা থাকে, খালেদা জিয়ার জন্যেও ব্যবস্থা থাকবে। ওইদিন তার আত্মীয়-স্বজনরা দেখা করতে পারবেন। তারা খাবার নিয়ে আসতে চাইলে সেটাও নিয়ে আসতে পারবেন।’
 
খালেদা জিয়ার সঙ্গে দেখা করার সময় তিনি নিজের স্বাস্থ্যের ব্যাপারে কারা মহাপরিদর্শককে কিছু বলেছেন কিনা জানতে চাইলে তিনি জানান, আগেও পায়ে ও আঙ্গুলে ব্যথা ছিল, সেটা এখনও আছে বলে জানিয়েছেন। খালেদা জিয়া আগে যেরকম হাঁতে পারতেন, এখন তার চেয়ে একটু কম পারেন বলেও জানান।


 

Show all comments
  • ১৫ জুন, ২০১৮, ৯:২৭ এএম says : 0
    Mama barir abder.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২৫ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ