Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণসেহরীর আয়োজন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৮, ৩:০৪ পিএম | আপডেট : ৩:১৩ পিএম, ১১ জুন, ২০১৮

নির্বাচনের বছর বলে কথা। প্রতিদিনই শহর থেকে গ্রাম পর্যন্ত শুরু হয়েছে ইফতার রাজনীতি। এবার ইফতার নয় গণসেহরীর ব্যতিক্রমী আয়োজন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রামের বিনোদপুর স্কুল মাঠে মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সোমবার ভোরে গণসেহরির আয়োজন করে। এতে কয়েক শ নেতাকর্মী অংশ নেন। এ উপলক্ষে রাতভর চলে রান্নার কাজ। শেষে সেহরির সময় হলে কয়েক শ নেতাকর্মী একসঙ্গে বসে সেহরি খেয়ে নেন। তাদের সঙ্গে যোগে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজেও।
এসময় তিনি বলেন, বাঘা-চারঘাটবাসীর পাশে আমি সবসময় আছি। এই এলাকার উন্নয়নের জন্য আমি কাজ করে যাচ্ছি। আওয়ামী লীগ সরকারের জনগণের উন্নয়নে কাজ করে। সেই অংশ হিসেবে উন্নয়ন অব্যাহত আছে। আরো উন্নয়ন হবে আগামীতে সরকার আবার ক্ষমতায় এলে। তাই জনগণকে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রতি আস্থা রাখার আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণসেহরীর আয়োজন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ