Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন নানা-নাতনি

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৮, ১২:১৫ পিএম
নওগাঁর মান্দা উপজেলায় পিকাপভ্যান চাপায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা নানা-নাতনী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোচালকসহ তিনজন।
 
 
 
সোমবার সকাল ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে উপজেলার চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামের তৌফিক এলাহীর ছেলে ইব্রাহীম হোসেন (৬৫) এবং বিলউথরাইল গ্রামের আলমগীর হোসেনের মেয়ে রুকাইয়া খাতুন (১৪)।
 
 
 
মান্দা থানার ওসি আনিছুর রহমান বলেন, ঈদ করতে নানা ইব্রাহীম ও নাতনি রুকাইয়া ঢাকা থেকে পাজরভাঙা বাসে করে মান্দা উপজেলার গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা দেন।
 
পথিমধ্যে উপজেলার জলছত্র মোড়ে বাস থেকে নেমে অটোরিকশায় করে তারা বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় মান্দা থেকে আসা একটি পিকাআপভ্যান চেয়ারম্যানের মোড় এলাকায় তাদের অটোরিকশাকে চাপা দেয়। এতে নানা ও নাতনির ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় অটোচালকসহ তিনজন আহত হয়েছেন। তাদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নানা-নাতনি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ