নওগাঁর মান্দা উপজেলায় পিকাপভ্যান চাপায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা নানা-নাতনী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোচালকসহ তিনজন।
সোমবার সকাল ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে উপজেলার চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামের তৌফিক এলাহীর ছেলে ইব্রাহীম হোসেন (৬৫) এবং বিলউথরাইল গ্রামের আলমগীর হোসেনের মেয়ে রুকাইয়া খাতুন (১৪)।
মান্দা থানার ওসি আনিছুর রহমান বলেন, ঈদ করতে নানা ইব্রাহীম ও নাতনি রুকাইয়া ঢাকা থেকে পাজরভাঙা বাসে করে মান্দা উপজেলার গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা দেন।
পথিমধ্যে উপজেলার জলছত্র মোড়ে বাস থেকে নেমে অটোরিকশায় করে তারা বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় মান্দা থেকে আসা একটি পিকাআপভ্যান চেয়ারম্যানের মোড় এলাকায় তাদের অটোরিকশাকে চাপা দেয়। এতে নানা ও নাতনির ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় অটোচালকসহ তিনজন আহত হয়েছেন। তাদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।